এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলার কংগ্রেসকে ঘুরে দাঁড়াতে নবীন দিশারীর নতুন দিশা আগামী সপ্তাহেই

বাংলার কংগ্রেসকে ঘুরে দাঁড়াতে নবীন দিশারীর নতুন দিশা আগামী সপ্তাহেই

রাজ্যের হাত শিবিরকে তাদের রাজনৈতিক কাজে অনুপ্রেরণা জোগাতে আগামী সপ্তাহের শুরুর দিকেই রাজ্যে আসছেন পশ্চিমবঙ্গের নব নিযুক্ত এআইসিসির ইনচার্জ গৌরব গগৈ। কংগ্রেস দলীয় সূত্রে পাওয়া খবর অনুসারে চলতি মাসের ১৮ তারিখে তিনি বিধানভবনে আসবেন। ১৯ তারিখেও তাঁর কলকাতায় থাকার কথা রয়েছে। এই দু দিন প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সাথে কয়েক দফায় তিনি বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। এই বৈঠক নিয়ে রাজ্যস্তরের কংগ্রেস নেতারা যথেষ্ট আশাবাদী।উল্লেখ্য সম্প্রতি পশ্চিমবঙ্গের দায়িত্ব থেকে  সি পি জোশীকে অব্যাহতি দিয়ে আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের পুত্র গৌরব গগৈকে ঐ স্থলাভিষিক্ত করা হয়েছে। জানা যাচ্ছে শুধু পশ্চিমবঙ্গই নয় জাতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর প্রিয়পাত্র এই যুবা কংগ্রেস নেতাকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জএর দলীয় সংগঠন রক্ষার দায়িত্ব অর্পণ করা হয়েছে। এমনকি তিনি রাহুল গান্ধীর কোর কমিটিতেও রয়েছেন বলে জানা গেছে। বিধানভবন সূত্রে জানা গিয়েছে ১৮ এবং ১৯ এই দুদিনই তিনি দলের বিধায়ক, সাংসদ, প্রদেশ কমিটির সদস্য, বাংলার এআইসিসির সদস্য, জেলা সভাপতি এমনকি জেলা কমিটির সদস্যদেরও সঙ্গে বৈঠক করবেন ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজ্যের নেতাদের সাথে এআইসিসির ইনচার্জের প্রথম বৈঠকে আলোচনার বিষয়বস্তু কী হতে পারে সেই প্রসঙ্গে কংগ্রেসের এক নেতা বললেন, “বৈঠকে যা বলার প্রদেশ সভাপতিই বলবেন। তিনি আমাদের যা বলতে বলবেন সেটাই বলব। তবে বৈঠকে দলের সাংগঠনিক বিষয়টি অন্যতম আলোচ্য বিষয় হতে পারে।” রাজ্যের নব নিযুক্ত এআইসিসির ইনচার্জ প্রসঙ্গে অন্য এক কংগ্রেস নেতা বললেন ,   “আগামী বছরেই লোকসভা নির্বাচন। কিন্তু বাংলায় কংগ্রেসের হাল খুবই খারাপ। দিন দিন দল ভাঙছে। গৌরব গগৈ একদম তরুণ। খুবই এনার্জেটিক। আমাদের সংগঠনের খুঁতগুলো ধরে তিনি যে বাংলার কংগ্রেসে আবার সুদিন ফেরাবে সেই আশাই করছি।” কংগ্রেস শিবিরের সকল নেতাই এখন ১৮ তারিখের অপেক্ষায় দিন গুনছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!