এখন পড়ছেন
হোম > জাতীয় > আরও ধাক্কা কংগ্রেসে? প্রাক্তন নেতার হাত ধরে বড়সড় ভাঙ্গনের জল্পনা তুঙ্গে!

আরও ধাক্কা কংগ্রেসে? প্রাক্তন নেতার হাত ধরে বড়সড় ভাঙ্গনের জল্পনা তুঙ্গে!

যত দিন যাচ্ছে ততই যেন শোচনীয় অবস্থা হচ্ছে কংগ্রেসের। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে আবারও মোদি ঝড়ে কার্যত বেসামাল হয়ে গিয়েছে হাত শিবির। আর এবার দলকে ব্রাত্য রেখে ‘মেগা রালি’ করে পৃথক দল গঠনের জল্পনা উস্কে দিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুদা।

সূত্রের খবর, মঙ্গলবার নিজের বাসভবনে এই কংগ্রেস নেতা ১৩ জন বিধায়ক প্রাক্তন এমপিদের এবং তাঁর ঘনিষ্ঠ নেতাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন। আর তা নিয়েই এবার রাজনৈতিক মহলে তৈরি হয়েছে প্রশ্ন। সামনেই হরিয়ানার নির্বাচন রয়েছে! আর তার আগেই কি কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুদা কোনো বড়সড় চমক দিতে চলেছেন! এদিন এই ব্যাপারে প্রশ্ন করলেও তেমন কোনও মন্তব্য না করে ‘ভবিষ্যতের সিদ্ধান্ত জনগণের হাতে’ বলে জল্পনাকে জিইয়ে রেখেছেন এই কংগ্রেস নেতা।

তবে বিশেষজ্ঞদের একাংশ বলছেন, দীর্ঘ সময় ধরেই কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এই ভূপিন্দর সিং হুদার ঠিক মতের মিল হচ্ছিল না। জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ নিয়ে প্রকাশ্যে কেন্দ্রের মোদি সরকারের প্রশংসা শোনা গিয়েছিল তাঁর গলায়।কিন্তু এরপর দলের তরফে তাকে সতর্ক করা হলেও তিনি তাতে কান দেননি। উল্টে দলের পুরোপুরি বিপক্ষে গিয়ে গত ১৮ আগস্ট ‘মেগা রালি’ করেন তিনি। তবে এই রালি চলাকালীনই তার কাছে একটি সতর্কবার্তা এসেছিল। কিন্তু তাও নিজের অবস্থান থেকে সরেননি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আর তখন থেকেই হরিয়ানায় নয়া রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছিল। কেননা ভূপিন্দর সিং হুদা কংগ্রেস দলে থাকলেও তার এই মেগা রালির পর তিনি পৃথকভাবে 30 জনের একটি কমিটি গঠন করেছিলেন। যার পরেই জল্পনা তৈরি হয় যে, তাহলে কি কংগ্রেস থেকে বেরিয়ে পৃথকভাবে কোনো দল গড়তে চলেছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী! তবে অনেকে বলছেন, এখনই বোধহয় কংগ্রেস ভেঙে নতুন দল গঠনের মতো বড় ঝুঁকি নেবেন না পোড়খাওয়া এই রাজনীতিক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের মতে, গত তিনদিন আগেই দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে প্রদেশ সভাপতি পদ থেকে অশোক তানওয়ারকে সরানোর জোরালো দাবি তুলেছিলেন হুদা। কিন্তু তাতে কেলানো সমাধান সূত্র না মেলাতে একরাশ ক্ষোভ নিয়ে দিল্লি থেকে ফিরে ভূপিন্দর সিং হুদা এদিন তাঁর বাসভবনে অনুগামী নেতা সহ কংগ্রেসের ১৩ জন বিধায়ক ও প্রাক্তন বেশ কয়েকজন এমপি’র সঙ্গে বৈঠকে বসলেন। কিন্তু কি হল সেই বৈঠকে!

সূত্রের খবর, ওই বৈঠকে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। এদিন এই প্রসঙ্গে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা বলেন, “আমার একার পক্ষে কোনও পরিকল্পনা গ্রহণ করা সম্ভব নয়। সবার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। তার চেয়েও বড় কথা, রাজ্যের জনগণ যেটা চাইবেন, সেটাই হবে।” সব মিলিয়ে এবার ঘনিষ্ঠদের নিয়ে বৈঠকের পর দলের সঙ্গে কি সমস্ত সম্পর্ক ছিন্ন করে আসন্ন হরিয়ানার বিধানসভা নির্বাচনে কি পৃথকভাবে লড়তে চাইছেন ভূপিন্দর সিং হুদা! এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!