এখন পড়ছেন
হোম > জাতীয় > এখনও কংগ্রেসের সাথে জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় কমিটি, জোট “ডুমুরের ফুল”, দাবি বিরোধীদের

এখনও কংগ্রেসের সাথে জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় কমিটি, জোট “ডুমুরের ফুল”, দাবি বিরোধীদের

রাজ্যে সিপিএমের দলীয় সংগঠনের ভগ্নপ্রায় দশা। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনেও বামেদের রক্তক্ষরন অব্যাহত ছিল। তাই আগামী লোকসভায় বাংলার শাসকদল তৃনমূল এবং কেন্দ্রের বিজেপিকে ঠেকাতে কংগ্রেসের সাথে জোটের চিন্তাভাবনা করেছিলেন বিমান বসু-সূর্যকান্ত মিশ্ররা। সেই মত একটি রিপোর্ট তৈরি করে পলিটব্যুরোর কাছে পাঠিয়েও দিয়েছিল তাঁরা। কিন্তু সেখানেও এব্যাপারে কোনোও সিদ্ধান্ত তো হলই না উল্টে পলিটব্যুরোর তরফে এই বিষয়গুলি দেখভালের জন্য তা পাঠিয়ে দেওয়া হল দলের কেন্দ্রীয় কমিটিতে।

সূত্রের খবর, গত বুধবার দিল্লিতে অনুষ্টিত দলের পলিটব্যুরোর বৈঠকে প্রতিটি রাজ্যের রিপোর্ট নিয়ে একটি আলোচনা হয়। সেখানেই পশ্চিমবঙ্গ, তামিলনাডু, বিহার মহারাষ্ট্র, রাজস্থানের নেতারা বিজেপি বিরোধী জোটে অংশ নিয়ে লড়ার কথা জানালেও শুধুমাত্র বাম ঐক্যের ওপর ভিত্তি করেই ভোটে লড়ার পক্ষে সায় দিয়েছে কেরল, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার নেতারা। এদিকে এই পরিস্থিতিতে পুরো বিষয়টি কেন্দ্রীয় কমিটির ওপরই ছেড়ে দিয়েছে পলিটব্যুরো। আর এইখানেই মহা ফাঁপড়ে পড়েছে আলিমুদ্দিন স্ট্রীট।

কেনান, অতীতে বঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী প্রবল মমতা বিরোধী হওয়ায় বামেদের সঙ্গে জোট করতে চেয়েছিলেন। কিন্তু এখন সেই অধীর চৌধুরীর জায়গায় নিয়ে আসা হয়েছে সোমেন মিত্রকে। সারা দেশে বিজেপিকে ঠেকাতে যখন এক হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের রাহুল গান্ধী, তখন সেই হাইকমান্ডের তরফে তৃনমূল বিরোধী অধীরকে সরিয়ে সোমেন মিত্রকে দ্বায়িত্ব দেওয়া আদতে বাংলায় তৃনমূলের সাথে সমঝোতাই করা বলে মনে করছে রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে সেই সোমেন মিত্র আদৌ কি হাইকমান্ডের মতের বিরুদ্ধে গিয়ে বামেদের সাথে জোট করে তৃনমূলের মমতা বন্দ্যোপাধ্যায়কে চটানোর মত রিস্ক নেবেন সে প্রশ্নও তুলতে শুরু করেছেন।

ফলে এদিক থেকে রাজ্যে বামেদের সাথে জোট হওয়ার কোনো সম্ভাবনাই নেই কংগ্রেসের। আর অন্যদিকে বাকি থাকল সিপিএমের কেন্দ্রীয় কমিটির মতামত। জানা গেছে, অতীতে বাংলায় কংগ্রেসের সাথে দলের জোট করাতে অত্যন্ত কষ্টে প্রকাশ কারাতের লবিকে মানাতে পেরেছিল সীতারাম ইয়েচুরিরা। কিন্তু এবারে বাংলায় সেই প্রদেশ কংগ্রেস সভাপতির জায়গায় সোমেন মিত্র আসায় এবং যদি সেই প্রকাশ কারাতের লবির একাংশ বাংলায় তৃনমূলের সাথে কংগ্রেসের জোটের কোনো সম্ভাবনা শোনে তাহলে সেই কংগ্রেসের সাথে বামেদের জোটের প্রশ্নে জল ঢেলে দিতে পারে সিপিএমের কেন্দ্রীয় কমিটি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এই প্রসঙ্গে বৃহস্পতিবার সিপিএমের পলিটব্যুরোর এক নেতা বলেন, ” বাংলায় জোট নিয়ে আর আমরা কিছু ঝুলিয়ে রাখতে চাইছি না। কেন্দ্রীয় কমিটি যা সিদ্ধান্ত নেবে তাতেই দল সিলমোহর দেবে।” জানা গেছে, আগামী অক্টোবরের 6 থেকে 8 তারিখ দিল্লিতে এই ব্যাপারে একটি বৈঠকে বসছে সিপিএমের কেন্দ্রীয় কমিটি। যদিও বা বাংলায় কংগ্রেসের সাথে জোট করার ব্যাপারে তারা সিদ্ধান্ত নেয় আর তার পরে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র যদি তাতে রাজি না হন তাহলে কি করবে আলিমুদ্দিন? সেই প্রশ্নের উত্তর খুঁজছে সিপিএমের বঙ্গ ব্রিগেড।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!