এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার কি নিজেদের প্রতীক হিসাবে ‘হাত-চিহ্নই’ হারাতে চলছে জাতীয় কংগ্রেস?

এবার কি নিজেদের প্রতীক হিসাবে ‘হাত-চিহ্নই’ হারাতে চলছে জাতীয় কংগ্রেস?

জাতীয় কংগ্রেসের প্রতীক চিহ্ন নিয়ে আইনি যুদ্ধে নামলেন বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়। তাঁর অভিযোগ, ‘কংগ্রেস প্রতীক মানবদেহের একটি অঙ্গ। ফলে সেই প্রতীক মানুষের সঙ্গে সর্বদা সর্বত্র চলে যায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কংগ্রেসের এই প্রতীক নির্বাচন বিধির ১৩০ নম্বর ধারা ও জনপ্রতিনিধি আইনের ১৫১ ধারা লঙ্ঘন করছে এই প্রতীক। সর্বদা কংগ্রেস নেতা-কর্মীরা হাত তুলে ওই চিহ্নে ভোটের কথা স্মরণ করিয়ে দেন।’ এই অভিযোগটি নির্বাচন কমিশন গ্রহণ করেছে বলে জানা গেছে। ডেপুটি নির্বাচন কমিশনার চন্দ্রভূষণ কুমার ১৮ই  এপ্রিল এই অভিযোগ শুনবেন। আর এর পরে নির্ধারিতহবে কংগ্রেসের প্রতীক চিহ্নের ভবিষ্যৎ। কংগ্রেসের হাত চিহ্ন আদপেও থাকবে কিনা এবিষয়ে রাজনৈতিক মহলে জল্পনা এখন চরমে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!