এখন পড়ছেন
হোম > রাজ্য > জল্পনা বাড়িয়ে কংগ্রেসের প্রচার তালিকায় নাম নেই হেভিওয়েট শীর্ষনেতার

জল্পনা বাড়িয়ে কংগ্রেসের প্রচার তালিকায় নাম নেই হেভিওয়েট শীর্ষনেতার

২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভা নির্বাচন ১২ মে।ভোট প্রচারে কোমর বেঁধে নেমেছে কংগ্রেস।কিন্তু তালিকায় নাম নেই কংগ্রেসের ‘হেভিওয়েট’ শীর্ষনেতা সনিয়া গান্ধীর।সনিয়া গান্ধীর শরীর ভালো নেই বলেই নাকি প্রচার কর্মসূচী থেকে তাকে দূরে রাখা হয়েছে,এমনটাই জানাচ্ছে রাজনৈতিক সূত্রের খবর।কংগ্রেস ভোট প্রচারের তালিকায় রয়েছে অখিলেশ যাদব,শরদ পাওয়ার,তেজস্বী যাদব প্রাক্তণ প্রধানমমন্ত্রী মনমোহন সিং,পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং,সচিন পাইলট,নভজ্যোৎ সিং সিধু,শশী থারুর চিত্র তারকা নগমা,খুশবু এইসসব তাবড় তাবড় ব্যক্তিত্বরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কংগ্রেস শরদ পাওয়ারকে দিয়েই বেশীরভাগ প্রচারের কাজ করা হচ্ছে।বেঙ্গালুরু সংলগ্ন এলাকায় সভা করে জনসমর্থন আদায় করার দায়িত্বে আছেন অখিলেশ যাদব ও তেজস্বী যাদব কারণ ওই এলাকায় বেশীরভাগ বিহার ও উওরপ্রদেশের লোকের বসতি।বর্তমানে কংগ্রেসের কাছে আছে ১২২ টি আসন,বিজেপির কাছে ৪২ টি আসন,হেডুএউএসের কাছে ৩৭ টি আসন।এখন ক্ষমতা বিজপি এর কাছে যাবে না কংগ্রেসের ঝুলিতে তা বলে দেবে আসন্ন বিধানসভা ভোট।অপেক্ষার মাত্র কয়েকদিন বাকি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!