এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্নাটকে জোট সরকারকে বিজেপির ভয়ে সিঁটকে থাকতে হবে স্বীকার করে নিলেন রাহুল

কর্নাটকে জোট সরকারকে বিজেপির ভয়ে সিঁটকে থাকতে হবে স্বীকার করে নিলেন রাহুল


মেসেজের বয়ান অনুসারে ১০ থেকে ১৫ লক্ষ টাকা করে বিধায়কদের দিতে হবে। এই দাবি পূরণে অঅসম্মত কিম্বা ব্যর্থ হলে বিধায়কদের পরিবারের সদস্যদের খুন করা হবে। এই ঘটনার কথা জানিয়ে কয়েকজন বিধায়ক পুলিশে অভিযোগ দায়ের করেন।ঘটনার তদন্ত করতে পুলিশ বিশেষ তদন্তকারী দল (‌সিট)‌ গঠন করেছে।  হোয়াটস অ্যাপে হুমকি মেসেজ প্রাপক রাজ্যের ১২ জন বিজেপি বিধায়ক হলেন বীর বিক্রম সিং, প্রেম নারায়ণ পাণ্ডে, বিনয় কুমার দ্বিবেদী, বিনোদ কাটিয়ার, শশাঙ্ক ত্রিবেদী, অনিতা রাজপুত, শ্যাম বিহারী লাল, রজনিকান্ত মণি ত্রিপাথি, লোকেন্দ্র প্রতাপ এবং ব্রজেশ প্রজাপতি প্রমুখ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোয়াটস অ্যাপে যে নম্বর থেকে মেসেজ পাঠানো তা দুবাইয়ের আলি বুদেশ নামস্ক জনৈক গ্যাংস্টারের নম্বর। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদের সহযোগী হিসেবে একসময় পরিচিত ছিলেন আলি বুদেশ। এই ঘটনা প্রসঙ্গে এডিজি (‌আইন-শৃঙ্খলা)‌ আনন্দ কুমার বললেন, ”‌আলি একসময় দাউদের সহযোগী থাকলেও পরে সে নিজের আলাদা গ্যাং তৈরি করে। গত পাঁচ বছরে আলি ভারতে কোনও ধরনের অপরাধের সঙ্গে যুক্ত থাকেনি। আলি বেশিরভাগ সময়ে গুল্ফে থাকে।এই মামলায় তার ভূমিকা কী তা খতিয়ে দেখছে পুলিশ। সিটের পাশাপাশি সাইবার ক্রাইমও তদন্ত করবে বলে জানা গিয়েছে।”‌  এদিকে পুলিস রেকর্ড থেকে জানা যায়, আলি বুদেশ একজন কুখ্যাত দুষ্কৃতী। জোর করে টাকা আদায় করাই আলির প্রধান কাজ। আলি বলিউডের বহু প্রযোজককে এর আগে হুমকি ফোন করে মোটা টাকা আদায় করেছে। হুমকি মেসেজ পাওয়ার পরে বিজেপি বিধায়করা উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের স্মরনাপন্ন হয়েছেন। মুখ্যমন্ত্রী এ বিষয়ে এসটিএফ এবং এটিএসকে যথাযথ তদন্ত করার নির্দেশ দিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!