এখন পড়ছেন
হোম > জাতীয় > ইউপিএর ভোট বা আসন বাড়লেও এখনও দেশের আস্থা নরেন্দ্র মোদিতেই – স্পষ্ট জানাচ্ছে ইন্ডিয়া টুডের সমীক্ষা

ইউপিএর ভোট বা আসন বাড়লেও এখনও দেশের আস্থা নরেন্দ্র মোদিতেই – স্পষ্ট জানাচ্ছে ইন্ডিয়া টুডের সমীক্ষা


এগিয়ে আসছে লোকসভা ভোট – সূত্রের খবর অনুযায়ী মার্চ মাসের প্রথম সপ্তাহেই ঘোষিত হয়ে যেতে পারে আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ। ভোট হতে পারে এপ্রিল-মে মাস নাগাদ। স্বাভাবিকভাবেই দেশ জুড়ে জল্পনা – দেশের পরবর্তী শাসনভার কার হাতে থাকবে। একদিকে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট দাবি করছে ক্ষমতায় ফিরছে তারাই। অন্যদিকে, গো-বলয়ের তিন রাজ্যে জয় পাওয়ার পর – ক্ষমতা পুনরুদ্ধারে আশাবাদী কংগ্রেসও।

তবে পিছিয়ে নেই আঞ্চলিক দলগুলিও – মমতা বন্দ্যোপাধ্যায়ের মত রাজ্য ভিত্তিক দলের নেতা নেত্রীদের দাবি, এবারের সরকার গঠন প্রক্রিয়ায় সরকারের চাবিকাঠি থাকবে আঞ্চলিক দলগুলির হাতেই। এমনকি একধাপ এগিয়ে তৃণমূল কংগ্রেস নেতা সমর্থকদের দাবি – দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, কি বলছে বিভিন্ন সমীক্ষক দল? তাদের করা সমীক্ষা অনুযায়ী কি হতে চলেছে সম্ভাব্য ফলাফল?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইন্ডিয়া টুডে ও কার্ভি ইনসাইটসের করা মুড অব দ্য নেশন সমীক্ষায় উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। ওই সমীক্ষা অনুযায়ী, আসন্ন লোকসভা নির্বাচনে বিভিন্ন জোটের সম্ভাব্য ফলাফল হতে পারে নিম্নরূপ –
এনডিএ – ২৩৭ (২০১৪-এর থেকে ৮৬ টি কম)
ইউপিএ – ১৬৬ (২০১৪-এর থেকে ১০৬ টি বেশি)
অন্যান্য – ১৪০ (২০১৪-এর থেকে ১৩ টি কম)

বিভিন্ন জোটের প্রাপ্ত ভোট শতাংশের হিসাব হতে পারে নিম্নরূপ –
এনডিএ – ৩৫%
ইউপিএ – ৩৩%
অন্যান্য – ৩২%

সবথেকে বড় কথা, প্রধানমন্ত্রীর পারফরম্যান্সের ভিত্তিতে নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী পদে দেখতে ইচ্ছুক –
হ্যাঁ – ৬০%
না – ৩২%
জানিনা/বলতে পারব না – ৮%

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!