এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্ণাটক ফলাফলের পর কংগ্রেস ও ফেডারেল ফ্রন্টের হাতে কোন কোন রাজ্যে – একনজরে

কর্ণাটক ফলাফলের পর কংগ্রেস ও ফেডারেল ফ্রন্টের হাতে কোন কোন রাজ্যে – একনজরে

দক্ষিণের অন্যতম গুরুত্ত্বপূর্ন রাজ্য কর্ণাটক আজ কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিতেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের হাতে রেকর্ড সংখ্যক দেশের ২১ টি রাজ্যের শাসনভার চলে এল। একনজরে দেখে নেওয়া যাক দেশের বাকি রাজ্যে কোথায় কংগ্রেসের ও কোথায় অন্যান্য দলের শাসনভার চলছে –

কংগ্রেস সরকার –
১. পাঞ্জাব
২. মিজোরাম
৩. পন্ডিচেরী

অন্যান্য দলের সরকার –
১. পশ্চিমবঙ্গ – তৃণমূল কংগ্রেস
২. অন্ধ্র প্রদেশ – তেলেগু দেশম পার্টি
৩. কেরালা – বামফ্রন্ট
৪. ওড়িশা – বিজু জনতা দল
৫. তামিলনাড়ু – এআইএডিএমকে
৬. তেলেঙ্গানা – তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি
৭. দিল্লি – আম আদমি পার্টি

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!