এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কংগ্রেসের ভিতর বিদ্রোহের আগুন এবার কি গান্ধী পরিবার ব্যাটন হারাতে চলেছে !

কংগ্রেসের ভিতর বিদ্রোহের আগুন এবার কি গান্ধী পরিবার ব্যাটন হারাতে চলেছে !


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা ভোটে বিহারে কংগ্রেসের লজ্জাজনক হারের পরে রাজনীতিতে কংগ্রেসের অন্দরমহলের কঙ্কালসার শুন্য বাস্তবিক ছবি ফুটে উঠেছে বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা। তাদের কথায়, বস্তুত কংগ্রেস নিয়ে অধীর চৌধুরী থেকে শুরু করে রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী যতই প্রকাশ্যে বড়াই করুক না কেন, দল সামলাতে তাঁরা যে অপারক হয়েছেন, সেই কথাই প্রকাশ পেয়েছে বিশেষজ্ঞদের কথায়।

অন্যদিকে, অনেকের মতে কংগ্রেসের ভিতরে বিদ্রোহের আগুন বহুদিন ধরেই ছিল, যা বিধানসভা ভোটের আগে মাথাচাড়া দিয়ে উঠেছে বলেই মনে করেছেন অনেকে। আর এমন পরিস্থিতিতে সম্প্রতি নিজের দলের প্রতি আবারো অভিযোগ আনতে দেখা গেছে কংগ্রেসের নেতা গুলাম নবি আজাদকে। জানা গেছে, এই প্রথম নয়, এর আগেও তিন মাস আগে যে ২৩ জন নেতা সনিয়াকে চিঠি লিখেছিলেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন গুলাম নবি।

তবে রবিবার বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেন যে, “আমাদের দলের পুরো কাঠামোটাই ভেঙে পড়েছে।” তাঁর কথায়, “আমি নেতাদের দোষ দিই না। নেতা হওয়া মানেই জনসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ব্লক, জেলা স্তরের নেতাদের সঙ্গে উপরতলার কোনও যোগাযোগ থাকে না।” তাঁর মতে, দলে যেই নেতা হন, তিনি প্রথমে প্যাড ছাপিয়ে ফেলেন, ভিজিটিং কার্ড তৈরি করিয়ে নেন। তারপর ভাবেন এখানেই তাঁর কাজ শেষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তাঁর মতে, তখনই যে আসল কাজ শুরু এটাই তাঁরা বোঝেন না। তাঁর কথায়, দল কাউকে টিকিট দিল মানে সে আগে গিয়ে ফাইভস্টার হোটেল বুক করে নেন বলেই জানিয়েছেন তিনি। সেইসঙ্গে তিনি এসি গাড়ি চড়েন, কাঁচা রাস্তার দিকে পা মাড়ান না বলেই অভিযোগ আনতে দেখা গেছে তাঁকে।

তাঁর কথায়, এভাবে হয় না।জানা গেছে, গত বার সনিয়া গান্ধীর কাছে চিঠি আসতে থাকলে তিনি তখন বাধ্য হয়ে সিডব্লিউসি বৈঠক ডাকেন। সেই সভাতেই নাকি নেত্রী জানিয়ে দিয়েছিলেন যে, আর ছমাস। তার মধ্যে দলকে নতুন সভাপতি খুঁজে নিতে হবে। কারণ তিনি আর দায়িত্ব সামলাতে পারবেন না।

যদিও তার অন্যতম কারণ হিসেবে সনিয়া গান্ধীর শারীরিক অবস্থার কথা বলা হয়েছিল। কিন্তু সেই ছমাসের মধ্যেই বিজেপির অন্ত সার শূন্যতা প্রকাশ পেয়েছে বলেই মনে করেছেন বিশ্লেষকরা। কারণ সেই সময়ের মেয়াদ যত শেষের দিকে এগিয়ে আসছে তত কংগ্রেসের ভিতর বিক্ষোভও বাড়তে দেখা যাচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!