এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বিধায়কের আত্মীয়ের পোস্ট ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি! মৃত ২, শহর জুড়ে জারি ১৪৪ ধারা!

বিধায়কের আত্মীয়ের পোস্ট ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি! মৃত ২, শহর জুড়ে জারি ১৪৪ ধারা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামান্য এক পোস্ট ফিরে যে অশান্তির আগুন জ্বলে উঠতে পারে, তা দেখিয়ে দিল বেঙ্গালুরু। সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে বহু জায়গাতেই অশান্তি ছড়িয়েছে। কিন্তু সেই অশান্তি যে কারো প্রাণঘাতী হতে পারে, সে ধারণা অবশ্য কারোরই ছিলনা। সম্প্রতি ব্যাঙ্গালোরে এক কংগ্রেস বিধায়কের আত্মীয়ের করা সোশ্যাল পোস্ট ঘিরে অশান্তি এত বৃহৎ আকার নেয় যে অশান্তি সামলাতে পুলিশকে আসরে নামতে হয়।

এদিন পুলিশের গুলিতে দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার সকালে। কংগ্রেস বিধায়ক শ্রীনিবাস মূর্তির ভাগ্নে একটি বিতর্কিত পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। যার ফলে সাথে সাথেই সেই পোস্ট ঘিরে তুমুল বিতর্ক শুরু হয় সোশ্যাল সাইটে। অশান্তি সোশ্যাল সাইট থেকে নেমে আসে রাস্তায়। বিধায়কের বাড়ি এবং থানার সামনে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা। বিধায়কের বাড়ি লক্ষ্য করে ইঁট, পাথর, কাঁচের বোতল ছুড়তে শুরু করে জনতা।

এমনকি দু’তিনটে গাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। এরপর ডিজে হাল্লি থানাতেও ভাঙচুর চালায় হামলাকারীরা। পুলিশের সঙ্গে জনতার রীতিমতো খন্ডযুদ্ধ শুরু হয়ে যায়। এই ঘটনায় অন্তত 60 জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে গুলি চালায় পুলিশ। এবং তাতেই দুজন মারা গেছে বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে জানা গেছে, বেঙ্গালুরু শহর জুড়ে চলছে 144 ধারা। এখনো পর্যন্ত পুলিশের হাতে প্রায় শতাধিক গ্রেপ্তার হয়েছে। এ প্রসঙ্গে কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোমাই জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে এবার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনো পর্যন্ত পুলিশ বিধায়ক শ্রীনিবাস মূর্তির ভাগ্নেসহ 110 জনকে গ্রেপ্তার করেছে।

তবে কোন্ পোস্ট থেকে এই অশান্তির সূত্রপাত, তা অবশ্য এখনও জানা যায়নি। কারণ ঘটনাটি সামনে আসার সাথে সাথেই পোস্টটি ডিলিট হয়ে গেছে। তবে বোঝাই যাচ্ছে, পোষ্টের মধ্যে এমন কিছু আপত্তিজনক কথা ছিল, যার ফলে এত বৃহৎ আকারের অশান্তি শুরু হয়েছে। আপাতত পুলিশ তদন্ত চালাচ্ছে। এবং যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!