এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কংগ্রেস ছেড়ে কেন তৃণমূলে ! বড় কারণ ফাঁস করলেন বাইরন !

কংগ্রেস ছেড়ে কেন তৃণমূলে ! বড় কারণ ফাঁস করলেন বাইরন !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2021 এর বিধানসভা নির্বাচনে বাম এবং কংগ্রেস রাজ্য বিধানসভায় কার্যত শূন্য হয়ে গিয়েছিল। তবে কিছুদিন আগেই সাগরদিঘী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে খাতা খুলতে সক্ষম হয় তারা। যেখানে বাইরন বিশ্বাস কংগ্রেসের টিকিটে জয়লাভ করেন। তবে এবার সেই বাম এবং কংগ্রেসের একমাত্র বিধায়ক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তবে কেন তিনি তৃণমূলে যোগ দিলেন, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। আর এবার সাংবাদিক বৈঠক থেকে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কংগ্রেসে থেকে তিনি কাজ করতে পারছিলেন না, তাই বিজেপিকে আটকাতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বলে দাবি করলেন বাইরন বিশ্বাস।

প্রসঙ্গত, এদিন ঘাটালে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন সাগরদিঘীর কংগ্রেস বিধায়ক। আর তারপরেই সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, কেন তিনি দলবদল করলেন! আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাইরন বিশ্বাস বলেন, “আমি কংগ্রেসে থেকে কাজ করতে পারছিলাম না। সেই কারণেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আর বর্তমানে বিজেপিকে আটকাতে একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই কারণে তৃণমূলে যোগ দিলাম।”

অনেকে বলছেন, দলবদল করার পর এই সমস্ত নেতাদের বিশ্বাসযোগ্যতা মানুষের মন থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। তাই কাজ না করার কথা তুলে ধরে একটা অজুহাতকে সামনে আনতে চাইলেন বাইরন বিশ্বাস। কিন্তু মানুষ এই সমস্ত কথা আদৌ কতটা বিশ্বাস করবেন, তা একটা বড় প্রশ্ন। তবে দলবদল করার পর এখন মানুষের স্বার্থে কতটা কাজ করে সাগরদিঘীকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেন বাইরন বিশ্বাস, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!