এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান প্রণব পুত্রের, কী বক্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির?

কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান প্রণব পুত্রের, কী বক্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কংগ্রেসে বড়সড় ধাক্কা দিয়ে তৃণমূলে যোগদান করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকরা জানাচ্ছেন যে, অভিজিৎ মুখোপাধ্যায়ের এই পদক্ষেপ রাজ্য এমনকি দেশেও যথেষ্ট অস্বস্তি বাড়িয়ে দিয়েছে কংগ্রেসের। এ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। এর জবাবে বিশেষ কোনো বক্তব্য রাখেননি তিনি। তিনি শুধু জানালেন, অভিজিৎ মুখোপাধ্যায় মনে করেছেন, তাই তিনি তৃণমূলে যোগদান করেছেন।

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের তৃণমূলে যোগদান সম্পর্কে তিনি জানালেন যে, তাঁর মনে হয়েছে, তৃণমূলে যোগদান করা উচিত, তাই তিনি এটা করেছেন। এ বিষয়ে তাঁদের কিছু বলার নেই। যিনি দলবদল করেছেন, তিনিই বলতে পারবেন। অন্যদিকে, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় টুইট করে দুঃখ প্রকাশ করেছেন এই ঘটনায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিধানসভা নির্বাচনে কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পর জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় দল ছেড়ে দিতে পারেন, এমন একটা জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছিল। আবার, কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। এরপর গতকাল আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেছেন তিনি। তাঁর তৃণমূলে যোগদান সম্পর্কে তিনি জানিয়েছেন যে, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে ইচ্ছুক তিনি। তিনি আরো জানিয়েছেন, মূল থেকে তিনি তৃণে এসেছেন, কিন্তু কংগ্রেসেই আছেন তিনি।

তবে, তাঁর দলবল নিয়ে বিশেষ কোনো বক্তব্য রাখেননি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। প্রসঙ্গত, মুর্শিদাবাদের জঙ্গিপুর কেন্দ্র থেকে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে সাংসদ করে লোকসভায় পাঠানোর পেছনে বড় ভূমিকা একসময় গ্রহণ করেছিলেন অধীর চৌধুরী। পরবর্তীকালে এই কেন্দ্র থেকে দুবার সাংসদ হয়েছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। তবে, গত লোকসভা নির্বাচনে তিনি জয়লাভ করতে পারেননি। বিধানসভা নির্বাচনের পর থেকেই দলের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না তাঁর। যদিও দলের বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য করতেও দেখা যায়নি তাঁকে। তাঁর এভাবে তৃণমূলে যোগদান, নিঃসন্দেহে বড়সড় ধাক্কা কংগ্রেসের কাছে, এমনটাই মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!