এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস >  “কংগ্রেস-সিপিএম-তৃণমূলের মধ্যে জোট হতে পারে” বিস্ফোরক এই হেভিওয়েট!

 “কংগ্রেস-সিপিএম-তৃণমূলের মধ্যে জোট হতে পারে” বিস্ফোরক এই হেভিওয়েট!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সাগরদিঘী বিধানসভা উপনির্বাচনের ফলাফলের পরেই প্রতিক্রিয়া দিতে গিয়ে বাম-কংগ্রেস-বিজেপির মধ্যে অশুভ আঁতাত তৈরি হয়েছে বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য নিয়ে পাল্টা জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। যেখানে হেরে গিয়েছেন, তাই এই ধরনের কথা বলছেন বলে কটাক্ষ করলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “দেখুন, উনি হেরে গিয়েছেন, তাই এই ধরনের কথা বলছেন। বাম এবং কংগ্রেসের থেকে বিজেপির নীতিগত দিক সম্পূর্ণ আলাদা। হ্যাঁ এটা হতে পারে যে, তৃণমূলের সঙ্গে বাম এবং কংগ্রেসের নীতিগত কিছু মিল থাকতে পারে। তাই জোট হলে তৃণমূলের সঙ্গে বাম এবং কংগ্রেসের হবে। বিজেপির হবে না।”

অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে তৃণমূল নেত্রীর বক্তব্যকে খন্ডন করলেন বিজেপির রাজ্য সভাপতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!