এখন পড়ছেন
হোম > জাতীয় > বিতর্ক বাড়িয়ে এবার জাতীয় সংগীতে বড়সড় সংশোধন চায় কংগ্রেস

বিতর্ক বাড়িয়ে এবার জাতীয় সংগীতে বড়সড় সংশোধন চায় কংগ্রেস

রাজ্যসভার কংগ্রেস সাংসদ রিপুন বোরা দেশের জাতীয় সংগীতের সংশোধন চেয়ে রাজ্য সভায় আবেদন করলেন। কংগ্রেসের এই সাংসদের দাবি অনুযায়ী জাতীয় সংগীতে ‘সিন্ধু’ শব্দের পরিবর্তে ‘উত্তর-পূর্ব’ শব্দটির ব্যবহার অনেক বেশি প্রাসঙ্গিক। নিজের আবেদনের সপক্ষে কংগ্রেসের এই সাংসদ বললেন, ” ভারতের গুরুত্বপূর্ণ অংশ হল উত্তর-পূর্ব। কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক যে দেশের জাতীয় সংগীতে ভারতের উত্তর-পূর্বের কোনও উল্লেখ নেই। অন্যদিকে, সিন্ধুকে জাতীয় সংগীতের অন্তর্ভুক্ত করা হয়েছে। যা বর্তমানে ভারতের অংশ নয়, পাকিস্তানের অংশ। যা ভারতের শত্রু দেশ।কেন্দ্র সরকারের কাছে জাতীয় সংগীতে সংশোধনের জন্য অনুরোধ করা হবে। সিন্ধু শব্দটি মুছে দিয়ে সেখানে উত্তর-পূর্ব ভারতকে ঢোকানো হোক। ”

উল্লেখ্য এর আগে ২০১৬ সালে শিবসেনা সদস্য অরবিন্দ সাওয়ান্ত এই একই প্রস্তাব নিয়ে লোকসভাতে সওয়াল করেছিলেন। তাঁরও দাবি ছিল, সিন্ধু শব্দের পরিবর্তে অন্য কোনও শব্দ জাতীয় সংগীতে ঢোকানো হোক। কারণ সিন্ধু এখন কোনওভাবেই ভারতের অংশ নয়। ভারতবর্ষের ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় ১৯১১ সালে নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর ‘জন গণ মন অধিনায়ক জয় হে’ সংগীতটি রচনা করেন এবং ১৯৫০ সালে গণপরিষদের সভায় তা দেশের জাতীয় সংগীত হিসাবে গ্রহণ করা হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!