এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কংগ্রেসের সঙ্গে জোটের আগে শরিকদের চাপে নাজেহাল আলিমুদ্দিন! মাথায় হাত শীর্ষ নেতাদের?

কংগ্রেসের সঙ্গে জোটের আগে শরিকদের চাপে নাজেহাল আলিমুদ্দিন! মাথায় হাত শীর্ষ নেতাদের?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বিধানসভা ভোটে শাসকদলকে হারাতে জোট করেছিল বাম-কংগ্রেস। কিন্তু সেখানে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে বামেদের আসন-রফা যে আনুষ্ঠানিকভাবে এখনো শুরু হয়নি সেকথাই জানা গেছে। বস্তুত, বামেদের সঙ্গে জোট বেঁধেই রাজ্যে বিধানসভা ভোটে লড়াইয়ের কথা রাহুল গাঁধীকে জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস নেতারা।

সেখানে বিশেষজ্ঞদের কথায়, সময় নষ্ট না করে এরই মধ্যে আসন ভাগ নিয়ে তাই ‘চাপ’ রাখতে আসরে নেমে পড়তে দেখা গেছে ফরওয়ার্ড ব্লককে। জানা গেছে, সিপিএমের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসে ইতিমধ্যেই ফ ব নেতৃত্ব জানিয়ে দিয়েছে, আসন ছাড়ার প্রশ্নে তাঁদের মতো শরিক দলের কথা ভেবে তবেই জোট করতে হবে।

অন্যদিকে, সিপিএম নেতৃত্ব বিষয়টি মাথায় রাখার আশ্বাস দিয়েছেন বলেও জানা গেছে। অন্যদিকে, বাম দলের নেতাদের সঙ্গে সর্বশেষ বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছিলেন, আসন ভাগাভাগি নিয়ে বামফ্রন্টের তরফে তাঁরা সিপিএমের সঙ্গেই কথা বলতে চান। কোনো শরিকদের সঙ্গে নয়।

সেইসঙ্গে নিজের দলের ক্ষেত্রেও প্রদেশ কংগ্রেস সভাপতিকে বলতে শোনা গিয়েছিল, পাঁচ বছর আগে নানা জেলার আসন নিয়ে শরিক দলগুলির দাবি-দাওয়া সামাল দিতে বিভিন্ন দলের সঙ্গে কথা তিনি কথা বলেছেন। সেক্ষেত্রে বিস্তর ‘জটিলতা’র কথাও উল্লেখ করেছিলেন তিনি। যদিও তারপরে বেশ কিছু আসনে কংগ্রেস ও শরিক দলের প্রার্থীদের একই সঙ্গে দেখা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এইবার সিপিএম বামেদের তরফে আসনের ভাগ বুঝে নিয়ে শরিক ও অন্য সহযোগী দলকে বণ্টন করুক, এমনটাই যে অধীরবাবুদের অভিপ্রাপ্তি, সেই কথাও জানিয়েছিলেন তিনি। আর এই কথার প্রেক্ষিতেই ফ ব বেঁকে বসেছে বলেও জানা গেছে। আর তাই সিপিএমের সঙ্গে ফ ব আলাদা আলোচনায় বসেছে বলে জানা গেছে।

এক্ষেত্রে ফ ব-র নরেন চট্টোপাধ্যায়, হাফিজ আলম সৈরানি প্রমুখদের কথায়, কংগ্রেসের এই মনোভাব তাঁদের জন্য ‘অসম্মানজনক’। কংগ্রেসের দাবি মানতে গিয়ে সিপিএম দীর্ঘ দিনের শরিকদের বিদায় দেবে কি না, তা স্পষ্ট করে জানিয়ে দিতে বলেছেন তাঁরা। সেইসঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু অবশ্য ফ্রন্টের বাইরে গিয়ে কোনও সমঝোতার কথা তাঁরা ভাবছেন না, এমন আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

বিশেষজ্ঞদের মতে, দেখতে গেলে এই মুহূর্তে ফ ব-র দুই, আরএসপি-র দুই এবং সিপিআইয়ের হাতে এক জন বিধায়ক রয়েছেন। আর সেখানে ফ্রন্টের এক নেতার কথায়, একক শক্তিতে জেতার মতো পরিস্থিতি এখন প্রায় কারওরই নেই। তাই আসন নিয়ে জেদাজেদি করতে গিয়ে জোট ভেস্তে গেলে সকলের আরও বড় ক্ষতি হবে বলেই মনে করছেন তাঁরা।

অন্যদিকে, বিশেষজ্ঞদের মতে, বামেদের তরফে মোট আসনের হিসেব বুঝে নিয়ে সিপিএম যদি তা শরিক ও সহযোগীদের মধ্যে ভাগ করে দেয়, তাতে খুব একটা অসুবিধে হবে না বলেই দাবি তাদের একাংশের। কিন্তু শরিকদের কথা একেবারে না মেনে থাকবেও পারছেন না তাঁরা। তাই সিপিএমের সামনে এখন উভয় সঙ্কট বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!