প্রকাশিত হল বাংলায় কংগ্রেসের প্রথম দফার প্রার্থী তালিকা – জেনে নিন বিস্তারিত কলকাতা বিশেষ খবর ভোটের সমীক্ষা রাজ্য March 19, 2019 নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যেই রাজ্যের শাসকদল নিজেদের সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। অন্যদিকে, বাম-কংগ্রেস জোট সম্ভবনাকে সামনে রেখে বামেরা রাজ্যের ৪২ আসনের মধ্যে কংগ্রেসের জন্য ১৭ আসন ছেড়ে রেখে বাকি ২৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। কিন্তু, বামদের কাছে ‘অপমানিত’ কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের ৪২ আসনেই প্রার্থী দেওয়ার। আর তারই প্রথমধাপ হিসাবে বাংলার জন্য ১১ টি আসনের প্রথম প্রার্থীতালিকা গতকাল মধ্যরাত্রে প্রকাশ করল কংগ্রেস। একনজরে দেখে নিন কে কোন আসনে জায়গা পেলেন – আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ১. কুচবিহার – প্রিয়া রায়চৌধুরী ২. আলিপুরদুয়ার – মোহনলাল বসুমাতা ৩. জলপাইগুড়ি – মনিকুমার ডারনাল ৪. দার্জিলিং – শঙ্কর মালাকার ৫. রায়গঞ্জ – দীপা দাশমুন্সি ৬. বালুরঘাট – সাদিক সরকার ৭. মালদা উত্তর – ঈশা খান চৌধুরী ৮. মালদা দক্ষিণ – আবু হাসেম খান চৌধুরী ৯. জঙ্গিপুর – অভিজিত্ মুখোপাধ্যায় ১০. বহরমপুর – অধীররঞ্জন চৌধুরী ১১. মুর্শিদাবাদ – আবু হেনা আপনার মতামত জানান -