এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কার উপর আস্থা রাখল কংগ্রেস হাইকমান্ড, জেনে নিন সোমেন মিত্র উত্তরসুরী কে?

কার উপর আস্থা রাখল কংগ্রেস হাইকমান্ড, জেনে নিন সোমেন মিত্র উত্তরসুরী কে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর মৃত্যু ঘটে। একুশের বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করেই কংগ্রেস লড়াইয়ে নামতে চলেছে। এই অবস্থায় সোমেন মিত্রর মৃত্যু কংগ্রেস শিবিরকে যথেষ্ট বিপর্যয়ের মুখে ফেলে দেয় বলে মনে করছে রাজনৈতিক মহল। এই অবস্থায় পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি কে হবেন, তা নিয়ে শুরু হয় জোর আলোচনা। নাম উঠে আসে দুজনের- অধীর চৌধুরী এবং প্রদীপ ভট্টাচার্য। তবে এবার জানা যাচ্ছে, অধীর চৌধুরী নয় বরং কংগ্রেস হাই কমান্ডের ভরসা প্রকাশ পাচ্ছে প্রদীপ ভট্টাচার্যের ওপর। ইতিমধ্যে প্রদীপ ভট্টাচার্য্য দিল্লি গিয়ে বৈঠক করেছিলেন কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে এবং সেখানেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা যাচ্ছে।

সৌমেন মিত্রর মৃত্যুর পর রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি পদটি যত তাড়াতাড়ি সম্ভব পূর্ণ করার দিকে নজর জাতীয় কংগ্রেসের। কারণ বিধানসভা নির্বাচনের আগে জোটকে যদি রাজ্যে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে একজন যোগ্য ব্যক্তিকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে থাকতে হবে। আর সেক্ষেত্রে যোগ্যতার নিরিখে পাস করেন প্রদীপ ভট্টাচার্য। দিল্লি গিয়ে প্রদীপ ভট্টাচার্য সম্প্রতি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন আর সেখানেই তার নাম চূড়ান্ত হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্ভবত এআইসিসির বৈঠক থেকেই নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির নাম ঘোষণা করা হতে পারে বলে জানা যাচ্ছে। কংগ্রেসের মধ্যে অনেকেই জানাচ্ছেন, অধীরের তুলনায় বামেদের কাছে গ্রহণযোগ্যতা অনেক বেশি প্রদীপ ভট্টাচার্যের। আর সে কারণেই তাঁকে সভাপতি করা যথেষ্ট যুক্তিযুক্ত বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সোমেন মিত্র সভাপতি পদে থাকার কারণে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব অনেকটাই কম ছিল।

কিন্তু আবার বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় অধীর চৌধুরীকে সভাপতির পদে বসানোর ঝুঁকি নিলেন না হাইকমান্ড বলে মনে করা হচ্ছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, কংগ্রেস শিবিরে এই মুহূর্তে গোষ্ঠীদ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ অধীর অনুগামীরা প্রবলভাবে আশা রেখেছিল অধীর চৌধুরীর কংগ্রেস সভাপতি হওয়ার। সেক্ষেত্রে প্রদীপ ভট্টাচার্যের নাম সামনে আসায় দলের মধ্যে অশান্তি বাড়ার সম্ভাবনা যথেষ্ট। এই অবস্থায় নতুন রাজ্য সভাপতি কিভাবে দল পরিচালনা করেন, সেদিকেই এবার নজর রাখবে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!