এখন পড়ছেন
হোম > জাতীয় > ২০১৯-এ বিজেপিকে আটকাতে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে চলেছে কংগ্রেস

২০১৯-এ বিজেপিকে আটকাতে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে চলেছে কংগ্রেস

আর এক বছরও বাকি নেই লোকসভা নির্বাচনের। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে মোদী-হাওয়ায় দেশজুড়ে খড়কুটোর মত উড়ে গিয়েছিল কংগ্রেস, সাকুল্যে গোটা দেশজুড়ে মিলেছিল ৪৪ টি আসন। ৫ বছর বাদে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত একের বিরুদ্ধে এক প্রার্থী দিয়ে বিজেপিকে আটকানোর ফর্মুলা ক্রমশ জোর পাচ্ছে তখন তা আরো শক্তিশালী করতে নজিরবিহীন পদক্ষেপের পথে জাতীয় কংগ্রেস। আসন্ন লোকসভা নির্বাচনে আঞ্চলিক দলগুলিকে গুরুত্ত্ব দিতে দেশজুড়ে নিজেরা মাত্র ২৫০ আসনে লড়াই করার পরিকল্পনা করছে জাতীয় এই দল।

দিল্লির রাজনৈতিক মহলের খবর, শীর্ষনেতা একে অ্যান্টনির নেতৃত্বে একটি কমিটি গঠন করতে চলেছে কংগ্রেস। সেই কমিটি লোকসভা নির্বাচনে জোটের রূপরেখা ঠিক করতে কাজ করবে এবং সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে আলোচনার ভিত্তিতে তা চূড়ান্ত করবে। সূত্রের খবর, ২০১৪ লোকসভা নির্বাচনে নিজেদের যেটা ৪৪ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি যে ২২৪ টি আসনে দ্বিতীয়স্থান জুটেছিল সেখানেই এবারেও লড়তে ইচ্ছুক কংগ্রেস। অর্থাৎ ২৫০ টি আসনের কাছাকাছি নিজেদের কাছে রেখে বাকি আসন জোটসঙ্গীদের ছাড়তে চলছে কংগ্রেস। স্বাধীনতার পর এত কম আসনে কংগ্রেস কোনোদিন লড়াই করে নি, সেই অর্থে কংগ্রেসের এই সিদ্ধান্ত নজিরবিহীন। কংগ্রেস সূত্রে আরো জানা গেছে, লোকসভা আসন বন্টনের ক্ষেত্রে সহযোগী দলের সঙ্গে সহমত না হলে সংশ্লিষ্ট রাজ্যে সেই সহযোগী দলকে বিধানসভা নির্বাচনে বাড়তি আসন ছেড়ে সহমতের পথে এগোতে চাইছে তারা। কংগ্রেসের এই নজিরবিহীন সিদ্ধান্তের পরে রীতিমত শোরগোল পরে গেছে জাতীয় রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!