এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির ‘মাস্টারপ্ল্যানে’ গুজরাটে নিজেদের যেটা আসনগুলি নিয়েও সংশয়

বিজেপির ‘মাস্টারপ্ল্যানে’ গুজরাটে নিজেদের যেটা আসনগুলি নিয়েও সংশয়

নেতাদের অজ্ঞতায় গুজরাটে জেতা ৩৭টি আসনে কংগ্রেসের জয় নিয়ে সংশয় দেখা দিয়েছে। গুজরাট বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ১৪ ডিসেম্বর কংগ্রেসের জেতা ওই ৩৭ টি আসনে ভোট গ্রহণ হবে। কিন্তু নিজেদের ভোট নিজেদের কাছে রাখতে হলে তা বাক্সবন্দী করতে হবে সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে। কেননা ১৪ ডিসেম্বরের পরেই গুজরাটে শুরু হয়ে যাবে মল মাস। হিন্দু রীতি অনুযায়ী মল মাসে কোনও বিয়ে, গৃহপ্রবেশের মতো শুভ কাজ নিষিদ্ধ। যার দরুন দ্বিতীয় দফার নির্বাচনে গুজরাটে ভোটদানের হার কম হওয়ার আশঙ্কা। সাংগঠনিক ক্ষমতার দৌলতে বিজেপি তো তাদের ভোটারদের বুথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে ঠিকই, কিন্তু কংগ্রেস পারবে কি? ফলে বাড়তি সুবিধে পাবে বিজেপি, এটা বুঝতে পেরেই ক্ষোভ বেড়েছে কংগ্রেসিদের।
গুজরাট বিধানসভা নির্বাচনের দায়িত্বে থাকা এক কংগ্রেস নেতা সব দোষই চাপিয়ে দিলেন নির্বাচন কমিশনের ঘাড়ে। সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে আঙুল তোলা উচিত নয় এই কথা মেনে নিয়েও ওই নেতার বক্তব্য, প্রথমে গুজরাট বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং পরে ভোটের দিন স্থির করা – দুটি ক্ষেত্রেই নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের যথেষ্ট প্রমাণ রয়েছে। ডিসেম্বরের ১৪ তারিখ গুজরাটের অধিকাংশ মানুষই ব্যস্ত থাকবেন বিয়ের অনুষ্ঠানে। ওইদিনই ভোটের দিন স্থির করে নির্বাচন কমিশন বুঝিয়ে দিয়েছে যে তারা আর যাই হোক নিরপেক্ষ নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!