এখন পড়ছেন
হোম > জাতীয় > কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুললেন জোটের সরকারের বিধায়করা

কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুললেন জোটের সরকারের বিধায়করা


গত শনিবারই কর্নাটকের জেডিএস-কংগ্রেস জোট সরকারের প্রায় 12 জন বিধায়ক অধ্যক্ষের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেয়। আর এরপরই সেই কর্নাটকে তীব্র আলোড়ন পড়ে যায়।

মোট আসন 224 এর মধ্যে জোট সরকারের সমর্থনে 118 বিধায়ক থাকলেও তার মধ্যে 12 জন বিধায়কের ইস্তফা প্রবল চিন্তার ভাঁজ ফেলে ক্ষমতাসীন দল কংগ্রেস এবং জেডিএস নেতৃত্বদের কপালে।অনেকেই বলতে শুরু করেন, আসলে জেডিএস এবং কংগ্রেসের নেতৃত্বদের অসমঝোতার কারণেই কর্নাটকে এই বিপত্তি।এরই মাঝে এবার কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া এবং জেডিএসের প্রধান দেবগৌড়ার বিরোধ প্রকাশ্যে চলে এল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, ইতিমধ্যেই কংগ্রেস নেতা ডি কে শিবকুমারের সঙ্গে একপ্রস্ত বৈঠক করেছেন জেডিএস প্রধান দেবগৌড়া। আর সেখানেই নাকি তিনি অভিযোগ করে জানিয়েছেন যে, যে 13 জন কংগ্রেস এবং জেডিএস বিধায়ক পদত্যাগ করেছেন, তারা সকলেই সিদ্দারামাইয়ার সমর্থক। তাই কর্নাটকের এই পরিস্থিতির পেছনে দায়ী একমাত্র সিদ্দারামাইয়া।

এদিকে প্রথম থেকে কর্নাটকে কংগ্রেস এবং জেডিএস সরকার জোট করে সরকার গড়লেও প্রথম থেকে অসন্তোষ যে তীব্র আকার ধারণ করেছিল, তা আরও তীব্র আকার ধারণ করত, যদি সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী করা হত। আর তাই সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী করা হয়নি বলেও জানিয়েছেন জেডিএস প্রধান। এদিকে সিদ্দারামাইয়ার বিরুদ্ধে সরব হয়েছেন এক বর্ষীয়ান কংগ্রেস নেতাও। নিজের সম্মান রক্ষা করতে গিয়ে কর্নাটকে কংগ্রেস এবং জেডিএস জোট সরকারকে তিনি দুর্বল করছেন বলেও সিদ্দারামাইয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই কংগ্রেস নেতা। তবে তাঁর বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগকে অস্বীকার করেছেন সিদ্দারামাইয়া। পাশাপাশি কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী এবং দেবেগৌড়ার বিরুদ্ধে কেউ যাতে কোনো বিরূপ মন্তব্য না করেন, তার জন্যও এদিন দলের কর্মীদের উদ্দেশ্যে আবেদন জানাতে দেখা গেছে তাকে। সব মিলিয়ে এবার কর্নাটকে পরিস্থিতি কোন দিকে এগোয়, সেই দিকেই নজর সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!