এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > আসছে একুশের মহাযুদ্ধ! কংগ্রেস নিয়ে নতুন করে বড়সড় ভাবনায় তৃণমূল! জেনে নিন বিস্তারিত ভাবে

আসছে একুশের মহাযুদ্ধ! কংগ্রেস নিয়ে নতুন করে বড়সড় ভাবনায় তৃণমূল! জেনে নিন বিস্তারিত ভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্রীয় সরকারের তীব্র বিরোধী দুই মুখ হলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সোনিয়া গান্ধী ও মমতা ব্যানার্জি যৌথভাবে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক বিষয়ে বিক্ষভ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছিলেন। সম্প্রতি এই দুই নেত্রীর উদ্যোগে ভার্চুয়াল ভাবে জিএসটি সহ বেশকিছু বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল। কংগ্রেস ও তৃণমূল এই দুই দলের বন্ধুত্বের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল সেসময়ে। কিন্তু সম্প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের তিরোধানের পর ওই পদে কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে পুনর্বহাল করার পরেই তৃণমূলের সঙ্গে কংগ্রেসের অনেকটাই খারাপ হয়ে গেছে। কারণ রাজনীতির অঙ্গনে অধীর চৌধুরী একজন তীব্র মুখ্যমন্ত্রী বিরোধী মুখ হিসেবে পরিচিত।

প্রদেশ কংগ্রেস সভাপতি পদে অধীর চৌধুরীর যোগ দেওয়ার পরেই কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়াতে থাকে তৃণমূল। গতকাল বৃহস্পতিবার এ সম্পর্কে তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন জানালেন, “‌বাংলায় কংগ্রেস বিজেপি-‌র সঙ্গে আঁতাত করেছে। নানা ঘটনায় তা প্রমাণিত। দিল্লিতে বন্ধুত্ব আর বাংলায় শত্রুতা, এই ফর্মুলা বেশিদিন চলতে পারে না। তাই এখন থেকে কংগ্রেস ও বিজেপি-‌র সঙ্গে সমদূরত্ব বজায় রেখে চলবে তৃণমূল।”

এরপরেই গতকাল কেন্দ্রীয় সরকারের কাছে জিএসটি বাবদ রাজ্যগুলির বকেয়া অর্থ মিটিয়ে দেবার দাবি জানিয়ে সংসদ ভবনে গান্ধী মূর্তির সামনে অবস্থান বিক্ষোভে তৃণমূল সহ বেশকিছু বিরোধী দল একত্রিত হলেও, সেখানে দেখান গেলো না কংগ্রেসকে। রাজ্যগুলির জিএসটির ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে গতকাল একত্রিত হল তৃণমূল সহ সমাজবাদী পার্টি, ডিএমকে, শিবসেনা, টিআরএস, আম আদমি পার্টি, আরজেডি ও এনসিপি। এই আটটি বিরোধীদলকে একত্রিত করেছিল তৃণমূল। এই কাজে ইংরেজি সহ হিন্দি, বাংলা ও বেশকিছু আঞ্চলিক ভাষাতে তৈরি প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ জানালেন বিরোধীদলের ৫০ জন সাংসদ। পরে আরও কিছু সাংসদ কোন দলের প্রতীক ছাড়াই খালি থালা হাতে নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনা পর্বে সংসদের বাদল অধিবেশনে এটাই প্রথম বিরোধীদের সমষ্টিগত বিক্ষোভ ছিল। গতকাল দুপুর দুটো থেকে শুরু করে শোয়া দুটো পর্যন্ত চলে এই বিক্ষোভ। এই বিক্ষোভে তৃণমূলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ ১২ জন তৃণমূল সাংসদ যোগদান করে ছিলেন। তাঁরা ছাড়াও, অখিলেশ যাদব, রামগোপাল যাদব, সঞ্জয় রাউত, টি আর বালু, সঞ্জয় সিং, মনোজ ঝা, সুপ্রিয়া সুল প্রমূখরাও উপস্থিত ছিলেন। এই বিক্ষোভ থেকে বিরোধী দলের নেতারা দ্রুত জিএসটির অর্থ মিটিয়ে দেবার দাবি জানান।

সম্প্রতি, রাজ্যসভায় জিএসটি বিষয়ে তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন দৃষ্টি আকর্ষণের প্রস্তাব দিয়েছেন। তাঁর এই প্রস্তাব আলোচনার জন্য গৃহীত হয়েছে। আবার দেশের সম্প্রতি অর্থনীতি ও কর্মসংস্থান বিষয়ে আলোচনা করতে চেয়ে রাজ্যসভার যৌথ নোটিশ দান করলেন এনসিপি নেতা শারদ পাওয়ার, রামগোপাল যাদব, ডেরেক ও’‌ব্রায়েন, তিরুচি শিবা প্রমুখ বিরোধী নেতৃত্ব।

অন্যদিকে গতকালের এই বিক্ষোভে কংগ্রেসের অনুপস্থিতি প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কংগ্রেস, সমাজবাদী পার্টি সব বেশকিছু আঞ্চলিক দল তাদের এই বিক্ষোভে যোগদানে আপত্তি জানিয়েছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!