এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কংগ্রেস কর্মীকে মারধর ও গুলি, বিজেপি সমর্থকের দোকানে ভাংচুর, বিজেপির পোস্টার ছেঁড়ার ঘটনায় অভিযুক্ত তৃণমূল

কংগ্রেস কর্মীকে মারধর ও গুলি, বিজেপি সমর্থকের দোকানে ভাংচুর, বিজেপির পোস্টার ছেঁড়ার ঘটনায় অভিযুক্ত তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃতীয় দফার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের নানা স্থান থেকে বারবার নানা সংঘর্ষ, গোলাগুলি, বোমাবাজির মতো ঘটনা ঘটছে, যা ভাঁজ ফেলে দিচ্ছে প্রশাসনের কপালে। এই আবহে গতকাল মুর্শিদাবাদ জেলায় এক কংগ্রেস কর্মীকে মারধর ও গুলি চালানো, বিজেপি সমর্থকের দোকানে ভাংচুর চালানো, আবার ব্যারাকপুরে বিজেপির পোস্টার ছেঁড়ার ঘটনায় অভিযুক্ত করা হলো রাজ্যের শাসক দল তৃণমূলকে। তবে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

গতকাল মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত কান্দি লোহাপোটি এলাকায় জনৈক কংগ্রেস কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই এলাকায় গতকাল দেয়াল লিখনের কাজে তদারকি করছিলেন কংগ্রেস কর্মী চঞ্চল বারিক। কাজ শেষে যখন তিনি চায়ের দোকানে বসে ছিলেন। সেসময় হঠাৎ তাঁর উপরে চড়াও হয় বেশ কিছু দুষ্কৃতী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর প্রচন্ডভাবে মারধর করা হয় কংগ্রেস কর্মী চঞ্চল বারিককে। এমনকি তাঁকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। এরপর কান্দি থানায় বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতৃত্ব। এই ঘটনার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে তৃণমূলকে।

আবার, গতকাল এই কান্দিরই আলুপট্টি এলাকায় এক বিজেপি সমর্থকদের দোকানে ভাংচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি নেতৃত্ব কান্দি থানায় বিক্ষোভ দেখান ও অভিযোগ দায়ের করেন। যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল।

অন্যদিকে, ব্যারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী চন্দ্রমণি শুক্লার ছবি দেওয়া ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। তবে, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এ প্রসঙ্গে তৃণমূল নেতা উত্তম দাস জানিয়েছেন যে, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক নেই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!