এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ২১ শে জুলাই মালদা থেকে তৃণমূলে যোগ দিচ্ছেন কংগ্রেসের হেভিওয়েট নেত্রী,জল্পনা তুঙ্গে

২১ শে জুলাই মালদা থেকে তৃণমূলে যোগ দিচ্ছেন কংগ্রেসের হেভিওয়েট নেত্রী,জল্পনা তুঙ্গে

কংগ্রেস নিয়ে শুভেন্দু অধিকারী-র ভবিষ্যৎ বাণী কি সত্যি হতেলেছে?ফের মালদহের এক মহিলা বিধায়ককে ঘিরে শুরু জল্পনা। জানা যাচ্ছে এবার মালদহ কংগ্রেসে ফের ভাঙন ধারাতে চলেছে তৃণমূল। সম্ভবত একুশে জুলাই তৃণমূলে যোগ দিতে চলেছেন মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন।একুশে জুলাই-ই মুর্শিদাবাদের তিন কংগ্রেস বিধায়কের ঘাসফুলে যোগ দেওয়ার কথা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জল্পনায় আছে অনেক নাম তবে মোটামুটি সাবিনা ইয়াসমিনের নাম প্রায় পাকা বলে মনে করছেন রাজনৈতিকমহল। জানা গেছে সাবিনা ইয়াসমিন ছিলেন মালদহ জেলা পরিষদের সভাপতি। তার পর ২০১১ সালে কংগ্রেস-তৃণমূল জোট সরকারে মন্ত্রীও হয়েছিলেন। এবং তিনি ছিলেন স্বাধীনতার পর প্রথম মুসলিম মহিলা মন্ত্রী। তবে মালদহে কংগ্রেস ক্রমশ শক্তি হারাচ্ছে।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

বিজেপি এখানে শক্তি বাড়িয়ে পঞ্চায়েত ভোটে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তবে যদি সত্যি সাবিনা ইয়াসমিন এবার তৃণমূলে যান তবে কংগ্রেসের কাছে এটা আর একটা বড় ধাক্কা বলেই মত রাজনৈতিক মহলের। প্রসঙ্গত,একুশে জুলাই-ই মুর্শিদাবাদের তিন কংগ্রেস বিধায়কের ঘাসফুলে যোগ দেওয়ার কথা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!