এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদীতেই আস্থা, যোগ্য নেতৃত্বের অভাবে হতাশ নেতাকর্মীরা বিজেপিমুখী! দিশেহারা শীর্ষ নেতৃত্ব

মোদীতেই আস্থা, যোগ্য নেতৃত্বের অভাবে হতাশ নেতাকর্মীরা বিজেপিমুখী! দিশেহারা শীর্ষ নেতৃত্ব


2014 সালে বিজেপি কেন্দ্রের ক্ষমতায় আসার আগে মুখ করেছিল নরেন্দ্র মোদিকে। আর মোদী ম্যাজিকে কার্যত ধুলিস্যাৎ হয়ে যেতে হয় কংগ্রেসকে। পাঁচ বছর সরকার চালানোর পর আবার গত 2019 সালে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি। কিন্তু বর্তমানে সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে সরব হতে দেখা যাচ্ছে কংগ্রেসকে। কিন্তু কংগ্রেসের অনেক নেতা-কর্মী এবার ভরসা রাখতে শুরু করেছেন সেই নরেন্দ্র মোদির ওপরে।

যার প্রধান কারণ কংগ্রেস দলে যোগ্য নেতৃত্বের অভাব বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবার গুজরাটে পদত্যাগ করলেন আরও এক কংগ্রেস বিধায়ক। প্রসঙ্গত, গত 19 শে জুন রাজ্যসভার নির্বাচনের আগে কংগ্রেসের দুই বিধায়ক জিতু চৌধুরী এবং অক্ষয় পটেল পদত্যাগ করেছিলেন। শুক্রবার পদত্যাগ করেন ব্রিজেশ মেজরা নামে আরও এক বিধায়ক। যার ফলে গুজরাট বিধানসভার 182 টি আসনের মধ্যে কংগ্রেস 81 টি আসনে জিতলেও, এবার তাদের বিধায়ক সংখ্যা 65 তে নেমে গেল বলে জানা যাচ্ছে।

কংগ্রেস সূত্রে খবর, গত মার্চ মাস থেকে এখনও পর্যন্ত তাদের প্রায় 8 জন বিধায়ক দল ছাড়লেন। কিন্তু একের পর এক বিধায়ক কেন এভাবে দল ছাড়তে শুরু করেছেন? কেন তারা যোগ দিচ্ছে ভারতীয় জনতা পার্টিতে? বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে কংগ্রেসে সঠিক নেতৃত্বের অভাব রয়েছে। যার কারণে সেই দলে থাকতে চাইছেন না অনেকেই। অন্যদিকে যত দিন যাচ্ছে, ততই বিজেপির প্রভাব গোটা দেশ বাড়তে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেদিক থেকে বিজেপি শাসিত রাজ্য হিসেবে পরিচিত গুজরাট নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নিজের রাজ্য হওয়ায়, সেখানে বিরোধী দলের বিধায়করা ভরসা রাখতে শুরু করেছেন সেই নরেন্দ্র মোদী ম্যাজিকের ওপর। আর তাই তারা কংগ্রেস ছেড়ে এখন যোগ দিতে শুরু করেছেন ভারতীয় জনতা পার্টিতে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও বা এই প্রসঙ্গে গুজরাট কংগ্রেসের মুখপাত্র হেমন্ত বাসবাদা রীতিমত ক্ষোভ উগরে দিয়েছেন।

এদিন তিনি বলেন, “যেকোনো ভোট এলেই বিজেপি গণতান্ত্রিক মূল্যবোধ, নৈতিকতা বিসর্জন দিয়ে ঘোড়া কেনাবেচার হাট বসিয়ে ফেলে। কংগ্রেসের কাছে এখন সেই ক্ষমতা নেই যে, বিধায়কদের লোভ তুষ্ট করতে পারে।” তবে কংগ্রেসের পক্ষ থেকে যে কথাই বলা হোক না কেন, দিনকে দিন নরেন্দ্র মোদির সমর্থন বাড়ছে এবং বিরোধী দলের নেতাকর্মীরাও যে সেই মোদী ম্যাজিকের উপর ভরসা করতে শুরু করেছেন, আর তার ফলেই যে তারা দল ছাড়ছেন, তা কার্যত স্পষ্ট হয়ে গেছে রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে।

এদিকে রাহুল গান্ধী পদত্যাগ করার পরে, দলে ক্রমশ বৃদ্ধতন্ত্র জাঁকিয়ে বসছে বলে দলীয় স্তরেই অভিযোগ। নবীনদের সেইভাবে সুযোগই নাকি মিলছে না – এখনও দল চলছে পুরোনো ধ্যান-ধারণা আর গান্ধী নামে ভরসা করে। ফলে, অদূর ভবিষ্যতে ক্ষমতায় ফেরার কোনো আশায় দেখছেন না কংগ্রেসের নীচুতলার কর্মীরা বলে অভিমত রাজনৈতিক পর্যবেক্ষকদের। সব মিলিয়ে এখন মোদী ম্যাজিককে ফিকে করে নিজেদের দলকে বাঁচাতে কংগ্রেসের পক্ষ থেকে কোনো কৌশল প্রয়োগ করা হয় কিনা, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!