এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যসভায় জিতেও ব্যাকফুটে কংগ্রেস, হেরেও নৈতিক জয় দেখছে বামফ্রন্ট

রাজ্যসভায় জিতেও ব্যাকফুটে কংগ্রেস, হেরেও নৈতিক জয় দেখছে বামফ্রন্ট


বিধানসভায় বিধায়কদের ভোট পর্বে মুখ্যমন্ত্রীর ভোট নিয়ে সবথেকে বেশি ৫৪ টি ভোট পেলেন তৃণমূলের শুভাশিস চক্রবর্তী। এরপর যৌথভাবে ৫২ টি ভোট পেয়ে দ্বিতীয় স্থান পেলেন নাদিমুল হক এবং আবির বিশ্বাস। এরপর শান্তনু পাল পেয়েছেন ৫১ টি ভোট। তৃণমূল ও কংগ্রেসের যৌথ প্রার্থী অভিষেক মনু সিঙ্ঘভি পেয়েছেন মাত্র ৪৭ টি ভোট। এদিকে বামফ্রন্ট প্রার্থী রবিন দেব মাত্র ৩০ টি ভোট পেয়ে হেরেছেন। ভোট পর্ব থেকে বাতিল হন দুই তৃণমূল বিধায়ক মৃগেন মাইতি ও জাকির হোসেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পরাজিত হলেও বিষয়টিতে কিছুটা খুশি বাম শিবির। এদিন রবিন দেব জানান, ”আমরা বিকল্প নীতির কথা বলি। সে জন্য কংগ্রেসের সঙ্গে অভিন্ন প্রার্থী দিতে না পারলেও আমরা তৃণমূলের সমর্থন নিতে যাইনি। নিজেদের ভোট এক জায়গায় ধরে রাখতে প্রার্থী দিয়েছিলাম। সেটা করতে পেরেছি।” বিধায়কদের অনুপস্থিতির প্রসঙ্গে এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, ”অসুবিধে হয়নি। কারণ, পাঁচ প্রার্থীই জিতে গিয়েছে। কিন্তু এ ধরনের ভুল দল কখনওই হাল্কা ভাবে নেবে না।” কংগ্রেসের ভবিষ্যৎ অবস্থান নিয়ে প্রশ্ন উঠলে এদিন সিঙ্ঘভি স্পষ্ট জানিয়ে দেন, ”এটা একেবারেই রাজ্য কংগ্রেসের বিষয়। বিষয়টি নিয়ে কী অবস্থান নেবে, তা তারাই ঠিক করবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!