এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েতের আগেই আরো এক কংগ্রেসের দাপুটে বিধায়ককে ঘরে তুলল তৃণমূল কংগ্রেস

পঞ্চায়েতের আগেই আরো এক কংগ্রেসের দাপুটে বিধায়ককে ঘরে তুলল তৃণমূল কংগ্রেস

২০১৬ এর বিধানসভা নির্বাচনে এক লড়ে বাংলায় ২৯৪ টি বিধানসভার মধ্যে ২১১ টি আসন জেতে তৃণমূল কংগ্রেস। পরবর্তীকালে আরো ২ টি উপনির্বাচনে তাদের বিধায়ক সংখ্যা ২১২ তে পৌঁছেছে (মহেশতলার তৃণমূল বিধায়ক কস্তুরী দাসের মৃত্যুতে সেই আসনটি বর্তমানে শূন্য)। কিন্তু তার সাথেই বিরোধী দলের একাধিক বিধায়ক মুখ্যমন্ত্রীর উন্নয়নের জোয়ারে শামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগদান করে চলেছেন। কিছুদিন আগেই ‘অধীর-গড়’ বলে পরিচিত মুর্শিদাবাদের কান্দির বিধায়ক অপূর্ব সরকার কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এবার তাঁর দেখানো পথেই মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক ও অধীর চৌধুরীর অন্যতম খাস নেত্রী বলে পরিচিত শাওনী সিংহরায় রাজ্যের শাসকদলে যোগ দিলেন।

আজ মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাগডহর মাঠে তৃণমূল কংগ্রেসের এক কর্মিসভায় মুর্শিদাবাদ জেলার তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে শাওনী দেবী তৃণমূল কংগ্রেসে যোগ দেন। রাজ্যের শাসকদলে যোগ দিয়েই, তিনি তাঁর প্রাক্তন দলকে ত্বর আক্রমন করে বলেন, কংগ্রেস আমার অমর্যাদা করেছে। আমার মতো কান্দির অপূর্ব সরকার-সহ আরও যাঁদের অমার্যাদা হয়েছে, তাঁরা প্রত্যেকেই ‘হাত’ ছাড়তে বাধ্য হয়েছেন। পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ জেলাতে ভালো ফল করতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন, যাতে এই মুর্শিদাবাদ জেলাতে অন্য কোনও দল না থাকে। এদিন শাওনীদেবীর তৃণমূল কংগ্রেসে যোগদান অনুষ্ঠানে শুভেন্দুবাবু ছাড়াও উপস্থিত ছিলেন শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেন, মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত সাহা, ডোমকলের পুরপ্রধান সৌমিক হোসেন, কান্দির বিধায়ক অপূর্ব সরকার ও মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!