এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কংগ্রেস নাকি বিজেপি? ত্রিপুরায় তৃণমূলের বিরোধী কে! অভিষেকের মন্তব্যে জল্পনা!

কংগ্রেস নাকি বিজেপি? ত্রিপুরায় তৃণমূলের বিরোধী কে! অভিষেকের মন্তব্যে জল্পনা!


প্রিয়বন্ধু  মিডিয়া রিপোর্ট – দুই দিনের সফরে ত্রিপুরায় গিয়েছেন তৃনমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দলের গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন তিনি। আর সেখানেই একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বর্তমানে বিজেপির বিরুদ্ধে তৃণমূল প্রবল লড়াই দিচ্ছে। তবে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সখ্যতা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। যেভাবে কংগ্রেসের বিরুদ্ধে নানা সময় মন্তব্য করতে দেখা যাচ্ছে তৃণমূলের একাংশকে, তাতে কি বিজেপি বিরোধী মহাজোটে তারা কংগ্রেসকে নেবে না, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। আর এর মাঝেই এবার দলের গুরুত্বপূর্ণ বৈঠকে প্রকৃত বিরোধী কারা, সেই ব্যাপারে অবস্থান স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আজ ত্রিপুরায় তৃণমূল নেতৃত্বকে নিয়ে একটি বৈঠকে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তাদের প্রধান বিরোধী যে ভারতীয় জনতা পার্টি, সেই ব্যাপারে অবস্থান স্পষ্ট করে দেন তিনি। এদিন এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “কংগ্রেস নয়, আমাদের প্রধান বিরোধী বিজেপি।” বিশেষজ্ঞরা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অনেক জায়গাতেই শুধু বিজেপি নয়, কংগ্রেস থেকে শুরু করে বামফ্রন্টকে তৃণমূল কংগ্রেস শত্রু ভেবে নিচ্ছে। যার ফলে লড়াইয়ের ক্ষেত্রে কিছুটা হলেও তৈরি হচ্ছে জটিলতা।

তাই এই পরিস্থিতিতে ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা যে আগামী দিনে বিজেপির বিরুদ্ধে জোর লড়াই দেওয়ার ইঙ্গিত, তা স্পষ্ট হয়ে গেল। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা বলে কংগ্রেসকে কাছে টানার চেষ্টা করলেন বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!