এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বড়সড় বদলের হাওয়া কংগ্রেসে! প্রিয়াঙ্কাকে ঘিরে নজিরবিহীন পদক্ষেপ, রাহুলও ফিরছেন স্বমহিমায়?

বড়সড় বদলের হাওয়া কংগ্রেসে! প্রিয়াঙ্কাকে ঘিরে নজিরবিহীন পদক্ষেপ, রাহুলও ফিরছেন স্বমহিমায়?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরেই জাতীয় রাজনীতিতে কংগ্রেস কিছুটা একপেশে হয়ে গেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইউপিএ সরকারের পতনের পর থেকেই এই অবস্থা বলে মনে করেন অনেকেই। তার ওপর আছে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব- সব মিলিয়ে গেরুয়া শিবিরের কাছে কংগ্রেস শিবির 100 শতাংশ পিছিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু এবার আরও একবার কংগ্রেস ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল। শোনা যাচ্ছে, দীর্ঘদিন পর রাহুল গান্ধী আবারও কংগ্রেস সভাপতি পদে ফিরে আসতে চলেছেন।

পাশাপাশি এবার উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর মুখ হতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। এই প্রথম কংগ্রেস শিবিরের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ হিসেবে উঠে আসতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। সবথেকে বড় কথা গান্ধী পরিবারের কেউ কোনোদিন আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী মুখ হন নি – সেই হিসাবে এটি একটি নজিরবিহীন পদক্ষেপ। গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হলে স্বইচ্ছায় রাহুল গান্ধী কংগ্রেস সভাপতির পদ ছেড়ে দেন। সে সময় রাহুল ঘনিষ্ঠ বিভিন্ন নেতা কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের কারণে হয়ে পড়েন কোণঠাসা।

এবার সেই নেতাদেরও দলের প্রথম সারিতে এনে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত প্রিয়াঙ্কা গান্ধীর ভঢ়রা বর্তমানে কংগ্রেসের সাধারণ সম্পাদক। সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে নিজেই ইঙ্গিত দিয়েছিলেন, দেশের সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে চলেছেন তিনি। প্রসঙ্গত গত 12 সেপ্টেম্বর কংগ্রেসের নতুন ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছে। আর তাতেই প্রিয়াঙ্কাকে পুরো উত্তরপ্রদেশের দায়িত্ব দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

প্রিয়াঙ্কা গান্ধী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে উত্তর প্রদেশের বিভিন্ন ইস্যু নিয়ে প্রতিবাদ করেন বরাবরই। যদিও গত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী বা কংগ্রেস সেরকম সুবিধা করতে পারেনি। নির্বাচনের আগে আগেই তিনি দলের সাধারণ সম্পাদক পদে এসে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব পেয়েছিলেন। জানা যাচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই কংগ্রেস শিবিরের সাংগঠনিক নির্বাচন হতে চলেছে। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, সংগঠনিক নির্বাচনের আগেই নতুন করে রাহুল গান্ধী এবং তাঁর টিমকে ফিরিয়ে আনার তোড়জোড় শুরু হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গত হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে মতবিরোধের জেরে কংগ্রেস ছেড়েছিলেন রাহুল ঘনিষ্ঠ নেতা অশোক তানোয়ার। তিনি হরিয়ানা প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। সম্প্রতি রাহুল গান্ধীর উপদেষ্টা তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন বলে খবর। একইভাবে মতবিরোধের জেরে দলের পিছনের সারিতে চলে গিয়েছিলেন রাহুল ঘনিষ্ঠ নেতা মোহন প্রকাশ। সম্প্রতি তাঁকে দলের নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটির আহ্বায়ক পদ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

এছাড়াও প্রাক্তন আইপিএস এবং আদতে কর্নাটকের বাসিন্দা অজয় কুমারকে ঝাড়খন্ড প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে 2019 এ লোকসভা নির্বাচনে দলের পরাজয়ের পর বহিরাগত তকমা নিয়ে দল ছাড়তে হয়েছিল। তাঁকে আবার দলে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে। মুম্বাইয়ে প্রাক্তন শিবসেনা নেতা তথা রাহুল ঘনিষ্ঠ সঞ্জয় নিরুপমকে মুম্বাই শাখার প্রধান করা হয়েছিল। পাঁচ বছর পর 2019 সালে তাঁকে সরিয়ে নেওয়া হয়। এবার আরও একবার তাঁকে বিহার নির্বাচনের প্রচার কমিটি ও সমন্বয় কমিটির সদস্য করা হয়েছে।

এবং সর্বোপরি রাহুল ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত মধুসূদন মিস্ত্রি দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান পদে এসেছেন সম্প্রতি। আর তারপরেই শুরু হয়েছে রাহুল প্রিয়াঙ্কার ফিরে আসার তোড়জোড়। অবশ্য কংগ্রেসে সভাপতি পদে ফিরে আসা নিয়ে এখনো পর্যন্ত রাহুল গান্ধীর পক্ষ থেকে কিছু জানা যায়নি। তবে দলের অন্দরের খবর, জানুয়ারি মাসেই হয়তো রাহুল গান্ধী কংগ্রেস সভাপতির দায়িত্ব নিতে চলেছেন। বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের ভূমিকা সবারই জানা। দেশের ক্ষমতা রয়েছে গেরুয়া শিবিরের হাতে। উপরন্তু যেসব রাজ্যে কংগ্রেস সরকার রয়েছে সেখান থেকে একে একে পতন হচ্ছে কংগ্রেসের। তাই এবার দেখার, রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতির দায়িত্ব নেবার পর আবার জাতীয় রাজনীতিতে কংগ্রেস প্রসঙ্গিক হয়ে উঠতে পারে কিনা!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!