এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কংগ্রেস শিবিরে আবার বড় ভাঙন, তৃণমূলে চলে আসছেন বিশিষ্ট নেতা

কংগ্রেস শিবিরে আবার বড় ভাঙন, তৃণমূলে চলে আসছেন বিশিষ্ট নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বাংলায় গেরুয়া শিবিরে ভাঙনের সাথে সাথে দেশের অন্যত্র কিন্তু কংগ্রেসের ভাঙন শুরু হয়েছে। এবং বাংলায় যেভাবে বিজেপি থেকে একাধিক নেতা তৃণমূলে চলে আসছেন, সর্বভারতীয় স্তরে কিন্তু কংগ্রেস থেকে অনেকেই তৃণমূলে যোগ দিচ্ছেন। কিছুদিন আগেই কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব তৃণমূলে যোগ দিয়েছিলেন। তারপর গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূলে যোগ দিয়েছিলেন। আর এবার কংগ্রেস নেতা কীর্তি আজাদ তৃণমূলে যোগ দিচ্ছেন। কংগ্রেস নেতা হওয়া ছাড়াও তাঁর আরেকটি পরিচয় আছে। তিনি 1983 সালের বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। রাজনীতিতে এসে অবশ্য তিনি বিজেপিতে যোগদান করেছিলেন।

দুবার দ্বারভাঙ্গা থেকে বিজেপি সাংসদ নির্বাচিত হন পরে বিজেপি থেকে তাঁকে বহিষ্কার করা হয়। প্রসঙ্গত শোনা যায়, বিজেপি নেতা এবং প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এসেছিলেন কীর্তি। তার জেরেই 2015 সালের 23 শে ডিসেম্বর বিজেপির তরফ থেকে তাঁকে সাসপেন্ড করে দেওয়া হয়। পরে অবশ্য কংগ্রেস লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেও জিততে পারেননি। এবং এতদিন কংগ্রেসে থাকার পর এবার আরও একবার দলবদল করছেন কীর্তি। সর্বভারতীয় দল ছেড়ে তিনি আঞ্চলিক দলে নাম লেখাতে চলেছেন। 2019 এর ফেব্রুয়ারি তে লোকসভা ভোটের আগে তিনি বিজেপি ছেড়ে কংগ্রেসে চলে যান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার মঙ্গলবার নয়াদিল্লিতে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করতে চলেছেন বলে খবর। প্রসঙ্গত, তৃণমূল নেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন চারদিনের সফরে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গতকাল দিল্লি পৌঁছেছেন। সূত্রের খবর, বুধবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। বৃহস্পতিবার তিনি রাজ্যে ফিরতে পারেন। অন্যদিকে জানা গিয়েছে, প্রাক্তন বিজেপি সাংসদ এবং কংগ্রেস নেতা কীর্তি আজাদের তৃণমূলে যোগদান অনুষ্ঠানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারেন।

পাশাপাশি এও শোনা যাচ্ছে, মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে দেখা করতে আসতে পারেন কবি ও গীতিকার জাভেদ আখতার এবং সাংবাদিক সুধীর কুলকার্নি। অন্যদিকে কীর্তি আজাদ প্রসঙ্গে বিশেষজ্ঞরা মনে করছেন, সর্বভারতীয় স্তরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান চোখে পড়ার মতন। আর সেই উত্থানের পরিপ্রেক্ষিতে সর্বভারতীয় স্তরের একাধিক নেতা তৃণমূলে যোগদান করছেন যার বেশীরভাগটাই কংগ্রেস থেকে। তবে এই প্রেক্ষাপট কত দিন বজায় থাকে, এখন সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!