এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > কংগ্রেস থেকে তৃণমূলে এসেই হেভিওয়েট নেতার হুমকি গোষ্ঠী কোন্দল হলেই তাড়িয়ে দেওয়া হবে

কংগ্রেস থেকে তৃণমূলে এসেই হেভিওয়েট নেতার হুমকি গোষ্ঠী কোন্দল হলেই তাড়িয়ে দেওয়া হবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের সবথেকে বড় বিরম্বনার কারণ যে, তাদের গোষ্ঠীদ্বন্দ্ব, তা কারো কাছেই অজানা নয়। বারবার গোষ্ঠী কোন্দল বন্ধ করতে তৃণমূল শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হলেও, লাভের লাভ কিছুই হয়নি। কিন্তু কিছুদিন আগেই কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া ওমপ্রকাশ মিশ্র এবার সেই দ্বন্দ্ব বন্ধ করবার জন্য দিলেন কড়া বার্তা। যেখানে দলের দ্বন্দ্ব বন্ধ না হলে তাকে দল থেকে বের করে দেওয়া হবে বলে হুশিয়ারি দিতে দেখা গেল তাকে। স্বাভাবিকভাবেই তার এই মন্তব্যে এখন নতুন করে জল্পনা ছড়িয়ে পড়েছে।

অনেকে বলছেন, বর্তমান সময়ে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করা সত্যিই অত্যন্ত প্রয়োজন। সেদিক থেকে ওমপ্রকাশবাবুর এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই দাবি একাংশের। তবে অনেকে আবার বলছেন, স্বয়ং নেত্রী যখন দ্বন্দ্ব বন্ধ করবার জন্য বার্তা দেওয়ার পরেও, কাজের কাজ কিছু হয়নি, তখন ওমপ্রকাশবাবু কিছুদিন হল দলে এসে এই ধরনের বার্তা দিলেও দলের নেতারা তা শুনবেন কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। সূত্রের খবর, বুধবার জলপাইগুড়ির পাহাড়পুরে এসসি এসটি সেলের পক্ষ থেকে একটি কর্মীসভা করা হয়। যেখানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের অন্যতম হেভিওয়েট নেতা ওমপ্রকাশ মিশ্র। আর সেখানেই গোষ্ঠী কোন্দল নিয়ে কড়া বার্তা দিতে দেখা যায় তাকে।

এদিন বক্তব্য রাখার সময় ওমপ্রকাশ মিশ্র বলেন, “আমি এখন এখানেই আছি। দলে কোনোরকম গোষ্ঠীবাজি মেনে নেব না। এক্ষেত্রে আর কোনো রেয়াত করা হবে না। দলের সঙ্গে বেইমানি করলে তার কোনো প্রয়োজন নেই। কোনভাবে যদি কেউ ব্ল্যাকমেলিং করার চেষ্টা করেন, দলের উর্ধ্বে গিয়ে অপকর্ম করে দলকে দুর্বল করার চেষ্টা করেন, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে।” স্বাভাবিকভাবেই ওমপ্রকাশ মিশ্রের মুখ থেকে এই ধরনের বক্তব্য সামনে আসার পরেই তৃণমূলের অন্দরমহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেই বলতে শুরু করেছেন, কিছুদিন হল কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছেন ওমপ্রকাশবাবু। আর নতুন দলে যোগ দেওয়ার সাথে সাথেই যেভাবে গোষ্ঠী কোন্দল বন্ধ করতে কড়া হুঁশিয়ারি দিতে দেখা গেল তাকে, তাতে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে। এটা অত্যন্ত সত্যি কথা যে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মারাত্মক আকার ধারণ করেছে। কিন্তু যেখানে নেত্রী সহ দলের অন্যান্য শীর্ষ নেতারা সেই গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করতে পারছেন না, সেখানে কিছুদিন আগেই দলে যুক্ত হওয়া ওমপ্রকাশ মিশ্র এই বার্তা দেওয়ার পর আদৌ স্থানীয় নেতাকর্মীরা তা কতটা পালন করবেন, তা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মধ্যে।

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই জলপাইগুড়ি জেলা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। বিধানসভা নির্বাচনের আগে সেই গোষ্ঠীদ্বন্দ্ব মারাত্মক আকার ধারণ করায় চিন্তায় পড়ে গিয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর এই পরিস্থিতিতে কীভাবে দ্বন্দ্ব বন্ধ করা যায়, তা নিয়ে শুরু হয়েছিল চর্চা। এভাবে যদি তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বাড়তে শুরু করে এবং তা প্রকাশ্যে চলে আসে, তাহলে বিজেপি যে এই ঘটনাকে নিয়ে ফায়দা তুলবে, তা বলার অপেক্ষা রাখে না।

আর এই পরিস্থিতিতে সেই জলপাইগুড়ি জেলায় এসে যারা গোষ্ঠীদ্বন্দ্ব করবে, তাদের ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেওয়ার কথা বললেন তৃণমূলের শীর্ষ নেতা ওমপ্রকাশ মিশ্র। স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনায় তৃণমূলের জেলা স্তরের নেতাদের মধ্যে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, ওমপ্রকাশ মিশ্রের এই বার্তার পর জেলা তৃণমূল নেতৃত্ব ঐক্যবদ্ধ হতে পারে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!