এখন পড়ছেন
হোম > রাজ্য > শিক্ষক নিয়োগ নিয়ে সরকারের অনীহার অভিযোগ তুলে আন্দোলনের পথে কংগ্রেস

শিক্ষক নিয়োগ নিয়ে সরকারের অনীহার অভিযোগ তুলে আন্দোলনের পথে কংগ্রেস

বহুদিন ধরে রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে সমস্যা কাটছে না বরঞ্চ তা দিন দিন আরো জটিল থেকে জটিলতর হচ্ছে। এই অবস্থায় রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি শিক্ষক নিয়োগের পরিবেশ ঠিক করবার জন্য বার বার আলন্দলোনে সরব হয়েছে। এবার মালদা জেলার ২০০৯-১০ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের দাবিতে তীব্র প্রতিবাদী আন্দোলনে নামছে মালদহ জেলা কংগ্রেস৷শুক্রবার সকাল ১১টায় মালদহ কংগ্রেসের পক্ষ থেকে মালদহ ডিপিএসসি’র অতুল মার্কেট সংলগ্ন মালদানে সমাবেশের ডাক দেওয়া হয়েছে।উপস্থিত থাকছেন সাংসদ মৌসম নূর। কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে যে শিক্ষা নিয়োগ প্যানেলের প্রকাশের দাবিতে জেলা প্রাথমিক শিক্ষা দফতরের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন জমা দেওয়া এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। প্রসঙ্গত,আগেও কলকাতা হাইকোর্টের নির্দেশ পালনে সরকারের অনীহার অভিযোগ তুলে ক্রমাগত আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বিরোধীপক্ষ থেকে।

জানা গিয়েছে, মালদহ জেলায় ২০০৯ সালে ১৩৩১ জন প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর পরীক্ষা নেওয়া হয় ২০১০ সালে। কিন্তু শাসক বদলের কারণে সেই পরীক্ষা বাতিল হয়ে ২০১৪ সালে লিখিত পরীক্ষা ও ২০১৫ সালের ইন্টারভিউ নেওয়ার পর জটিলতায় কারণে শেষ পর্যন্ত নিয়োগটি রুখে যায়।গত ৭ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী অরিজিত বন্দ্যোপাধ্যায় ১৪ দিনের মধ্যে এই নিয়োগের প্যানেল প্রকাশ ও দ্রুত নিয়োগের নির্দেশ দেওযার ৩ মাসের পর ও বিষয়টির না হয়েছে সুলাহা না কর্তৃপক্ষের তরফে কোনো হেলদোল দেখা দিয়েছে।
আর তাই এই আন্দোলনে নেমেছে কংগ্রেস।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!