এখন পড়ছেন
হোম > জাতীয় > আবার ধরাশায়ী বিজেপি, বিধানসভা নির্বাচনের আগে রাজস্থানে গেরুয়া শিবিরের চাপ বাড়ছে

আবার ধরাশায়ী বিজেপি, বিধানসভা নির্বাচনের আগে রাজস্থানে গেরুয়া শিবিরের চাপ বাড়ছে


সামনেই রাজস্থানের বিধানসভা নির্বাচন তার আগে একের পর এক নির্বাচনে রীতিমত ভরাডুবি ক্রমশ ঘুম ওড়াচ্ছে বিজেপি শীর্ষনেতৃত্ত্বের। মাত্র কয়েকদিন আগেই রাজস্থানের লোকসভা ও বিধানসভা মিলে ৩ টি আসনের উপনির্বাচনেই কংগ্রেসের কাছে বড়সড় ব্যবধানে পরাজিত হন বিজেপি প্রার্থীরা। আর এবার রাজস্থানের গ্রামীণ ভোটার ফলাফল সামনে এল, সেখানেও দেখা যাচ্ছে কংগ্রেসের জয়জয়কার, রীতিমত ভরাডুবি গেরুয়া শিবিরের। গতকাল বেরোনো নির্বাচনী ফলাফলে দেখা যাচ্ছে, রাজস্থানের স্থানীয় নির্বাচনের ৩৩ টি আসনের মধ্যে কংগ্রেস প্রার্থীরা ছিনিয়ে নিয়েছেন ২১ টি আসন।

মাত্র কয়েক মাসের মধ্যেই হতে চলা বিধানসভা নির্বাচনের আগে যা রীতিমত অশনি সংকেত বিজেপির কাছেই বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। গতকালের ফল থেকে দেখা যাচ্ছে ৬ টি জেলা পরিষদের আসনের মধ্যে কংগ্রেস ৪ টিতে জয়ী হয়েছে, অন্যদিকে ১ টি করে আসন বিজেপি ও নির্দল প্রার্থীরা জিতেছেন। বিজেপির খারাপ ফলের ধারা অব্যাহত পঞ্চায়েত সমিতিতেও, সেখানে ২১ টি আসনের মধ্যে কংগ্রেসের ঝুলিতে ১২ টি আসন, বিজেপির ঝুলিতে ৮ টি আসন ও ১ টি আসনে জয়ী নির্দল প্রার্থী। গ্রামীণ ভোটের পাশাপাশি শহুরে ভোটেও রীতিমত থাবা বসিয়েছে কংগ্রেস। ৬ টি পুরসভা আসনের মধ্যে কংগ্রেস ৪ টিতে জয়ে হয়, বিজেপি পে ২ টি আসন। সবথেকে বড় কথা এই ৩৩ টি আসন রাজস্থানের ২১ টি জেলা জুড়ে ছড়িয়ে আছে। ফলে বিধানসভা থেকে লোকসভা, গ্রাম থেকে শহর সব জায়গাতেই বিজেপিকে পিছনে ফেলে কংগ্রেস অনেক এগিয়ে যাওয়ায় রীতিমত উচ্ছ্বসিত রাহুল গান্ধীর দল। বিধানসভা নির্বাচনের আগে এই ফল রীতিমত অক্সিজেন যোগাচ্ছে কংগ্রেস শিবিরকে বলে সূত্রের খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!