এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কংগ্রেসে যোগ দিলেন সুদীপ, ভাঙ্গনে জেরবার গেরুয়া শিবির!

কংগ্রেসে যোগ দিলেন সুদীপ, ভাঙ্গনে জেরবার গেরুয়া শিবির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি বিজেপি ত্যাগ করে বিধায়ক পদে ইস্তফা দেন সুদীপ রায় বর্মন এবং আশিস সাহা। আর তারপরেই এই দুই নেতার পদক্ষেপ ঘিরে তৈরি হয় জল্পনা। অনেকেই বলতে শুরু করেন, এবার কি করবেন সুদীপ রায় বর্মন! তিনি কি ফিরে যাবেন তৃণমূল কংগ্রেসে, নাকি তার এই ব্যাপারে অন্য কোনো চিন্তাভাবনা রয়েছে! তবে অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেসে যোগ দিলেন সুদীপ রায় বর্মন এবং আশিস সাহা। যাকে কেন্দ্র করে ত্রিপুরার বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট অস্বস্তিতে পড়ে গেল গেরুয়া শিবির বলেই মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন সুদীপ রায় বর্মন। আর সেখানেই কংগ্রেসে যোগ দেন তিনি। মূলত, বেশ কিছুদিন ধরেই ত্রিপুরায় বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল সুদীপ রায় বর্মনের। তিনি পরবর্তী নির্বাচনে বিজেপির টিকিটে লড়বেন না বলেও জানিয়ে দিয়েছিলেন। আর তখন থেকেই জল্পনা তৈরি হয়। অবশেষে দলত্যাগ করেন তিনি। আর তারপরেই এবার হাত শিবিরের সঙ্গে সংযোগ স্থাপন করলেন সুদীপ রায় বর্মন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!