এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কংগ্রেসের আবেদন উড়িয়ে দিয়ে তৃণমূল নেত্রীকে সমর্থন দিতে রাজ্যে আসছেন মারাঠা স্ট্রং ম্যান

কংগ্রেসের আবেদন উড়িয়ে দিয়ে তৃণমূল নেত্রীকে সমর্থন দিতে রাজ্যে আসছেন মারাঠা স্ট্রং ম্যান


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মহারাষ্ট্রে কংগ্রেসের সঙ্গে মহাআঘাড়ি জোটে শরিক হিসেবে রয়েছে এনসিপি। কিন্তু এই শরিকি সম্পর্ক কি শুধুমাত্র মহারাষ্ট্রেই আবদ্ধ? এরাজ্যে কিন্তু কংগ্রেসের শরিক দল সমর্থন জানাতে চলেছে কংগ্রেস বিরোধী তৃণমূল শিবিরকে। সেরকমই খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে এ রাজ্যের কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য এনসিপি প্রধান শরদ পাওয়ারকে চিঠি দিয়েছেন যাতে তিনি রাজ্যের তৃণমূল কংগ্রেসকে কোনভাবেই সমর্থন না দেন। কিন্তু মারাঠা স্ট্রং ম্যান বলে পরিচিত শরদ পাওয়ারের পক্ষ থেকে বড়োসড়ো পদক্ষেপ। নন্দীগ্রামে নির্বাচনের দিন তিনি রাজ্যে আসছেন এবং তৃণমূল নেত্রীকে সমর্থন জানাবেন তিনি।

একের পর এক মিত্রশক্তি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে হাত বাড়িয়ে চলেছেন। এর আগে বিহারের আরজেডির তরফ থেকে তেজস্বী যাদব এ রাজ্যে পা দিয়ে মুখ্যমন্ত্রীকে সমর্থন জানানোর কথা ঘোষণা করেছিলেন। এমনকি তিনি জানিয়ে দিয়েছেন, এবারের ভোটে এরাজ্যে তাঁর দলের কর্মীরা তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে চালাবে। অন্যদিকে কর্ণাটকের জেডিএস এর পক্ষ থেকে কুমারস্বামী জানিয়েছেন ইতিমধ্যেই তিনি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে আগ্রহী। ঝাড়খণ্ডের শাসক দল  জেএমএম এর মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন ইতিমধ্যে এসে তৃণমূল নেত্রীর হয়ে প্রচার চালিয়ে গেছেন। অন্যদিকে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এবং শিবসেনার তরফ থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানানো হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইসাথে দিল্লীর আপ প্রধান কেজরীওয়ালের কথা আলাদা করে বলার নেই। কারণ তিনি সবসময় তৃণমূল নেত্রীকেই সমর্থন জানান। আর এবার এনসিপির পালা। সূত্রের খবর, নন্দীগ্রামে যেদিন ভোট, সেদিনই বাংলায় পা রাখছেন শরদ পাওয়ার অর্থাৎ পয়লা এপ্রিল। জানা গিয়েছে, মারাঠা স্ট্রং ম্যান শরদ পাওয়ার তিন দিনের জন্য বাংলা সফরে আসছেন। তিনি বাংলায় এসে একদিকে যেমন প্রেস কনফারেন্স করবেন, ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন তৃণমূল ভবনে। এ খবরের সত্যতা জানা গিয়েছে, মহারাষ্ট্রে এনসিপির মুখপাত্র মহেশ তাপসের বার্তায়। এই খবর পাওয়ার সাথে সাথে এ রাজ্যের কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বাংলায় মমতার হয়ে প্রচারে না করে চিঠি পাঠান শরদ পাওয়ারকে।

কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এ রাজ্যের কংগ্রেস নেতার আবেদনকে কোনোরকম পাত্তা না দিয়ে রাজ্যে পা দিচ্ছেন শরদ পাওয়ার। খুব স্বাভাবিকভাবেই ভোটের আবহে তৃণমূল নেত্রীর সমর্থনে শারদ পাওয়ারের এরাজ্যে আগমন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গেরুয়া শিবিরকে আটকাতে মরিয়া তৃণমূল কংগ্রেস, আর তৃণমূল কংগ্রেসকে যোগ্য সঙ্গ দিতে প্রস্তুত মিত্রশক্তিরা। লড়াই বিজেপি শক্তির বিরুদ্ধে। আর সেক্ষেত্রে এ রাজ্যে কংগ্রেস যে এখনো বহু যোজন পেছনে তা একবাক্যে বলে দেওয়া যায়। এখন দেখার শরদ পাওয়ার এরাজ্যে আসার পর নতুন কোন সমীকরণের ইঙ্গিত মেলে!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!