এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কংগ্রেসের ঘরে কি আবারও হতে চলছে ভাঙন? বিজেপিতে যাওয়া নিয়ে মুখ খুললেন শচীন

কংগ্রেসের ঘরে কি আবারও হতে চলছে ভাঙন? বিজেপিতে যাওয়া নিয়ে মুখ খুললেন শচীন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট রাজস্থান রাজনীতিতে এখনো প্রবল মরুঝড় অব্যাহত। এই মুহূর্তে রাজস্থানের কংগ্রেস সরকার একপ্রকার অনিশ্চয়তার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রীর লড়াইয়ের জেরে। রাজস্থান রাজ্যের এবার কি পরিণতি হতে চলেছে সেদিকে এখন নজর দিয়ে রেখেছে দেশের সমস্ত মিডিয়া। অন্যদিকে রাজস্থানের মাটিতে আসর জমাতে নেমে পড়েছে ইতিমধ্যে গেরুয়া শিবির বলে জানা গেছে। তবে সবথেকে চাঞ্চল্যকর খবর হলো, ইতিমধ্যে রাজস্থানের উপমুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের রাজ্য সভাপতি শচীন পাইলট তাঁর পদ হারিয়েছেন।

তবে তাঁকে এখনো কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়নি বলেই জানা গেছে। অন্যদিকে পদ হারানোর পর এবার জনসমক্ষে মুখ খুললেন কংগ্রেস নেতা শচীন পাইলট। আর এদিন তিনি নিশ্চিতভাবে জানিয়েছেন, তিনি কংগ্রেসে আছেন এবং কংগ্রেসেই থাকবেন। বিজেপি শিবিরে যোগদান তিনি করবেন না। প্রসঙ্গত শচীন পাইলট এর সঙ্গে মিল পাওয়া যায় সাম্প্রতিক মধ্যপ্রদেশের রাজনৈতিক পালাবদলের ঘটনার। সেখানেও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেসের হাত ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান করেন একইভাবে।

শচীন পাইলটের ক্ষেত্রেও বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল, মধ্যপ্রদেশের আরেক প্রতিরূপ ধরা পড়ছে রাজস্থানে। কিন্তু সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন শচীন পাইলট স্বয়ং। এদিন শচীন পাইলট জানিয়েছেন, তাঁর প্রতি যে অভিযোগ করা হচ্ছে, রাজস্থানের সরকার ভাঙার জন্য তিনি গেরুয়া শিবিরের হাত ধরবেন তা সর্বৈব ভুল। তবে তিনি যে মুখ্যমন্ত্রীর ছত্রছায়ায় আর যাবেন না সে কথা স্পষ্ট করে দিয়েছেন এদিন। তিনি জানিয়েছেন, আগামী দিনে তিনি কি পদক্ষেপ গ্রহণ করবেন তা নিয়ে তাঁর অনুগামীদের সঙ্গে আলোচনা করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তিনি যে রাজস্থানের মানুষের জন্য কাজ করবেন সে কথাই স্পষ্ট করেছেন। এদিন শচীন রাজস্থান সরকারের প্রতি নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর কথায়, রাজস্থানের মুখ্যমন্ত্রী হওয়ার পর অশোক গেহলট তাঁর কোনো প্রতিশ্রুতি পালন করেননি রাজ্যের প্রতি। এমনকি উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটকে কোণঠাসা করার জন্য তিনি সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেন বলে এদিন অভিযোগ করেন প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী শচীন পাইলট। তবে বিশেষজ্ঞদের মতে, রাজস্থানের মাটিতে যে রাজনৈতিক ঝড় উঠেছে তা এত সহজে বন্ধ হবার নয়।

উপরন্তু রাজনৈতিক মহলের দাবি, কংগ্রেস শিবিরে যে ভাঙ্গনের ছবি স্পষ্ট হলো আবার, তা কিন্তু আগামী দিনে বড় বিপর্যয় ডেকে আনতে পারে এই জাতীয় দলটির জন্য। অন্য দিকে নজর থাকছে গেরুয়া শিবির রাজস্থানের এই ডামাডোল পরিস্থিতির সুযোগ নিতে পারে কিনা! অন্যদিকে কংগ্রেস হাইকম্যান্ড এই পুরো ব্যাপারটি নিয়ে কি ভাবছেন, সে প্রশ্নও ভেসে আসছে। তবে জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে যে টানটান চিত্রনাট্য লেখা হচ্ছে, সে ব্যাপারে নিশ্চিত সবাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!