এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কংগ্রেসের প্রচারপর্বে তারকা নেতাদের আসার তালিকা প্রস্তুত, তবে তারকা তালিকাতেও ফুটে উঠছে দলীয় অন্তর্দ্বন্দ্ব

কংগ্রেসের প্রচারপর্বে তারকা নেতাদের আসার তালিকা প্রস্তুত, তবে তারকা তালিকাতেও ফুটে উঠছে দলীয় অন্তর্দ্বন্দ্ব


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আর কদিন পরেই রাজ্যে শুরু হতে চলেছে প্রথম দফার ভোট। ইতিমধ্যেই রাজ্য জুড়ে চলছে সমস্ত রাজনৈতিক দলগুলির ব্যাপক তোড়জোড়। অন্যদিকে প্রচার পর্বে চমক দিতে স্টার ক্যাম্পেনারদের বাংলায় নিয়ে আসার ব্যাপারে একে অপরকে টক্কর দিতে প্রস্তুত হচ্ছে সমস্ত রাজনৈতিক দল। বিজেপির পাশাপাশি বাংলায় ভোটের প্রচারে ইতিমধ্যেই কংগ্রেস তাঁদের স্টার ক্যাম্পেনারদের তালিকা প্রস্তুত করেছে। যে তালিকায় সোনিয়া গান্ধী থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, শচীন পাইলট, অভিজিৎ মুখোপাধ্যায়, মহম্মদ আজহারউদ্দিনকে দেখা যাবে বলে জানা যাচ্ছে। কিন্তু এই তালিকা একনজর দেখলেই বোঝা যাচ্ছে, কংগ্রেসের অন্দরের দ্বন্দ্ব উঠে এসেছে এই তালিকায়।

বাদ পড়েছে কংগ্রেসের বিক্ষুব্ধ নেতাদের নাম। যেমন- গোলাম নবী আজাদ, কপিল সিব্বল, আনন্দ শর্মা প্রমুখরা। প্রসঙ্গত, বিগত বেশ কয়েক মাস আগে প্রকাশ্যেই দলের একশ্রেণীর নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন উপরিউক্ত নেতারা। ফলস্বরূপ মনে করা হচ্ছে, স্টার তালিকায় তাঁদের জায়গা হলনা। ইতিমধ্যেই বাংলার ভোটকে পাখির চোখ করেছে কংগ্রেস। তাঁরা বামেদের সঙ্গে এবং আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট বেঁধে এবারের নির্বাচনী লড়াইয়ে সংযুক্ত মোর্চা হিসেবে মাঠে নেমেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে কবে থেকে কংগ্রেসের তারকা নেতারা এ রাজ্যে প্রচারে আসবেন, তা অবশ্য এখনো ঠিক হয়নি। তবে প্রথম দফার নির্বাচনের আগেই রাজ্যজুড়ে যে প্রচার চালাতে চলেছেন তাঁরা তা একপ্রকার নিশ্চিত। তবে কংগ্রেসের তারকা নেতাদের তালিকা থেকে একাধিক প্রথম সারির নেতারা বাদ যাওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন। দলীয় বিদ্রোহের কারণেই যে নাম নেই বেশ কিছু নেতার সে কথা পরিষ্কার। অন্যদিকে বাংলায় অধীর চৌধুরীকে সামনে রেখে লড়াই শুরু করেছে কংগ্রেস।

পাশাপাশি কংগ্রেস প্রার্থীদের হয়ে প্রচার চালালেও তারকা নেতারা জোট প্রার্থীদের হয়েও কি এ রাজ্যে প্রচার করবেন কিনা, তা নিয়ে অবশ্য এখনও সংশয় রয়ে গিয়েছে। কংগ্রেসের পক্ষ থেকেও সে ব্যাপারে কিছু জানা যায়নি। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের আগেই কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এল তারকা প্রার্থীদের তালিকার হাত ধরে। এবারের নির্বাচনে কংগ্রেস এবং বাম হাত ধরাধরি করে লড়াইয়ের ময়দানে। এখন দেখার কংগ্রেসের তারকা নেতারা এ রাজ্যে প্রচারে এসে সাধারণ মানুষকে প্রভাবিত করতে পারেন কিনা!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!