এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কন্টেনমেন্ট জোনগুলি খুলে দেওয়া নিয়ে আজ রাজ্যে বিশেষ বৈঠক, সিদ্ধান্ত নিয়ে বাড়ছে জল্পনা

কন্টেনমেন্ট জোনগুলি খুলে দেওয়া নিয়ে আজ রাজ্যে বিশেষ বৈঠক, সিদ্ধান্ত নিয়ে বাড়ছে জল্পনা


চতুর্থ দফার লকডাউন শেষ। শুরু হচ্ছে পঞ্চম দফার লকডাউন। তবে এই পঞ্চম দফার লকডাউনে অনেকটাই শিথিলতা জারি করা হয়েছে। মূলত কন্টেন্টমেন্ট জোনগুলোতেই কড়াকড়ি থাকবে বলে জানিয়ে দিয়েছে সরকার। কিন্তু ঠিক কতদিন পর্যন্ত রাজ্যের কনটেন্টমেন্ট জোনগুলোতে লকডাউন চলবে, এবার তা নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে রাজ্য প্রশাসন।

জানা গেছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী 30 জুন পর্যন্ত এই জোনগুলোতে লকডাউন চলার কথা। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী 15 জুন পর্যন্ত এই জোনগুলোতে লকডাউন চলবে। ফলে এই পরিস্থিতিতে ঠিক কতদিন পর্যন্ত কনটেন্টমেন্ট জোনগুলোতে লকডাউন চলবে, তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রশাসনের তরফে জানানো হচ্ছে, মূলত একটি রাস্তা ধরেই এই জোনের এলাকা চিহ্নিত করা হয়। সেক্ষেত্রে সেই এলাকার মূল দুটি রাস্তা প্রশাসনের পক্ষ থেকে সিল করে দেওয়া হয়। তবে অন্য এলাকা দিয়ে যদি সেইজন্যে পৌঁছনোর কোনো জায়গা থাকে, তাহলে তা বাফার জোন হিসেবে চিহ্নিত করা হয়। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এই বাফার জোন এলাকায় গতিবিধি সচল করা হবে।

অন্যদিকে “সি” শ্রেনীভুক্ত এলাকাগুলোকেও সচল করার পক্ষে সওয়াল করেছে প্রশাসন। ফলে এদিনের বৈঠকে লকডাউন থাকা এলাকাগুলোতে বাকি এলাকাগুলো সচল হওয়ার কারণে যাতে কোনো প্রভাব না পড়ে, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, রাজ্য সরকারি ওয়েবসাইটে শুধুমাত্র হাওড়া, পশ্চিম বর্ধমান এবং কালিম্পংয়ে বাফার জোনের তালিকা দেওয়া হয়নি। বাকি সমস্ত জেলার ক্ষেত্রেই কন্টেনমেন্ট এবং বাফার জোনের তালিকা রয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট কনটেনমেন্ট এবং বাফার জোনের সংখ্যা 351। ফলে সেদিক থেকে এই কনটেন্টমেন্ট জোনগুলোতে লকডাউন বজায় থাকা নিয়ে আজ রাজ্য প্রশাসনের বৈঠকে কি সিদ্ধান্ত হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!