মুখ্যমন্ত্রীর রোড-শোতে মহিলাকে ধাক্কা, হাওয়ালার অভিযোগে বিজেপিকে বিদ্ধ – ষষ্ঠ দফার আগে জমজমাট রাজনীতি নদীয়া-২৪ পরগনা রাজ্য May 11, 2019 রাত পোহালেই ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। আর সেই ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে প্রচারের শেষ দিনে বিজেপির বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বস্তুত, যখন কেন্দ্রের বিজেপি সরকারের পক্ষ থেকে এবারের লোকসভা নির্বাচনে বাংলায় বাড়তি নজর দিয়ে বাংলার ২২ থেকে ২৩ টা আসন দখল করবার জন্য বঙ্গ সফরকেই পাখির চোখ করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক তখনই পাল্টা বাংলার ৪২ টি আসনের মধ্যে ৪২ টি আসনই তারা দখল করে এবার দিল্লিতে নির্ণায়ক শক্তি হবে তৃণমূল বলে দাবি করছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বনাম মোদির এই রাজনৈতিক তরজার মাঝেই শুক্রবার অশোকনগরের জনসভা থেকে ফের গেরুয়া শিবিরের বিরুদ্ধে অলআউট অ্যাটাকে অবতীর্ণ হতে দেখা গেল তৃণমূল নেত্রীকে। সূত্রের খবর, এদিন বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে ভরদুপুরে অশোকনগরের হরিপুরের একটি জনসভায় উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই জনসভা থেকেই বিজেপির বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ তোলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “হাওয়ালায় এত টাকা এধার-ওধার হচ্ছে। দেখেও যাদের ধরা উচিত ছিল, তারা কেন ধরবে না! দিল্লি থেকে জেড প্লাস আসছে, পুলিশের গাড়িতে গাড়িতে জেড প্লাসের সুযোগ নিয়ে টাকার বাক্স যাচ্ছে। নির্বাচনের আগে সেই বাক্স দুষ্কৃতীদের দিয়ে বলা হচ্ছে যে, তুমি ভোটটা দখল করো, আর গরিবকে একটু মদ মাংস খাওয়াও।” আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আর এরপরই সম্প্রতি ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের নাম না করে বিজেপির এক প্রার্থী কয়েক কোটি টাকা নিয়ে ধরা পড়েছে বলেও গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল নেত্রী। পাশাপাশি তিনি বলেন, “আমরা যখন হেলিকপ্টার থেকে নামি তখন প্রেস, নির্বাচন অফিসার সবাই ছবি তুলতে আসে। কিন্তু নরেন্দ্র মোদী যে জায়গাগুলোতে নামছেন সেখানে কোনো প্রেসকে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন? টাকার বাক্স দিয়ে কোনোওদিন বাংলায় নির্বাচন হবে না। সকলকে রাত জেগে নির্বাচনের আগে পাহারা দিতে হবে। এত টাকা কোথা থেকে আসছে? নোট বাতিলের ফলেই কি এই টাকা! তার জবাব দিতে হবে।” অন্যদিকে এদিনের সভা থেকে ফের আরও একবার নরেন্দ্র মোদিকে মিথ্যেবাদী প্রধানমন্ত্রী বলে অভিহিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “যার কাউন্সিলর হওয়ার যোগ্যতা নেই, তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আমি অটলজির সঙ্গেও কাজ করেছি। কিন্তু এমন মিথ্যাবাদী প্রধানমন্ত্রী কখনও দেখিনি। ওনাকে আর আমাকে সামনাসামনি বসানো হোক। সব প্রশ্নের উত্তর সামনাসামনি দেব। ২৩ মের পর আবার পুনর্মূষিক ভব হয়ে যাবে। এই এমার্জেন্সি সরকারকে আর কোনোমতেই রাখা যাবে না।” এদিকে এই সভার পরই এদিন কামারহাটির রথতলা মোড় থেকে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃনমূল নেত্রীর যখন এই পদযাত্রা করছিলেন, ঠিক তখনই তাকে জড়িয়ে ধরতে আসেন এক মহিলা। এদিকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা সেই মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে, তা নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। আপনার মতামত জানান -