থ্যালাসেমিয়া রুগীদের সাহায্যার্থে সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীল নৃত্য প্রদর্শন নিয়ে তীব্র বিতর্ক পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া বিশেষ খবর রাজ্য July 9, 2018 থ্যালাসেমিয়া রুগীদের সাহায্যার্থে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অশ্লীল নৃত্য প্রদর্শন নিয়ে বিতর্কে জড়াল ‘ফাইট ফর পুরুলিয়া’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল পুরুলিয়া রবীন্দ্র ভবনে থ্যালাসেমিয়া আক্রান্তদের সাহায্যার্থে বিশিষ্ট কিংবদন্তি প্রয়াত সংগীত শিল্পী আর ডি বর্মণ স্মরণে একটি সংগীত-সন্ধ্যার আয়োজন করা হয় ওই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। এদিন সেই সংগীত-সন্ধ্যা চলাকালীন অশ্লীল নৃত্য প্রদর্শন করার অভিযোগ ওঠে ফাইট ফর পুরুলিয়া সংগঠনটির বিরুদ্ধে। এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে এদিন সংগীতজগতের বিশিষ্ট শিল্পীরা এই সংগীতসন্ধ্যায় অংসগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত দর্শক সেই অনুষ্ঠান উপভোগ করছিলেন। কিন্তু হঠাৎই সেই অনুষ্ঠানে অশ্লীল নৃত্য প্রদর্শন হতেই দর্শকরা হতবাক হয়ে পড়েন। উপস্থিত দর্শকদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়ায়। যদিও অশ্লীল নৃত্য প্রদর্শনীর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন সংস্থার সভাপতি সন্দীপ গোস্বামী। তাঁর দাবী, নৃত্য করতে বিভিন্ন কস্টিউম পড়তে হয়, এতে অশ্লীলতার কিছু নেই এবং সেরকম কিছুই প্রদর্শন করা হয়নি যাকে অশ্লীল বলা যায়। আপনার মতামত জানান -