এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > কোচবিহারে নিশীথ প্রামাণিক প্রার্থী হতেই কি বাড়ল তৃণমূলের চাপ? ঘাঁটি আগলে দিনভর রবীন্দ্রনাথ

কোচবিহারে নিশীথ প্রামাণিক প্রার্থী হতেই কি বাড়ল তৃণমূলের চাপ? ঘাঁটি আগলে দিনভর রবীন্দ্রনাথ


একসময় কোচবিহার জেলা তৃণমূলের দাপুটে নেতা হিসেবেই পরিচিত ছিলেন এই কোচবিহার লোকসভা কেন্দ্রের বর্তমান বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক। জানা যায়, তৃণমূলে থাকার সময় যুব তৃনমূলের অন্যতম নেতা হিসেবে পরিচিত এই নিশীথ প্রামাণিকের সঙ্গে দা কুড়াল সম্পর্ক ছিল কোচবিহার জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ গোষ্ঠীর।

এমনকি পরিস্থিতি এতটাই কঠিন হয়ে ওঠে যে, বিগত পঞ্চায়েত নির্বাচনে দলের বিরুদ্ধে গিয়ে প্রাক্তন যুব তৃনমূলের এই হেভিওয়েট নেতা নিশীথ প্রামাণিক দলের একাংশকে নির্দলের হয়েও দাঁড় করিয়ে দেয়। আর এরপরই ধীরে ধীরে দলের সাথে দূরত্ব বাড়তে থাকে তার।

সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলে সেই কোচবিহারের প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপি নেতা নিশীথ প্রামাণিককে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ অধিকারীর বিরুদ্ধে দাড় করিয়েছে বিজেপি। আর নিশীথ প্রামানিক বিজেপিতে চলে গেলেও খুব একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না শাসক দল তৃণমূল কংগ্রেস। আর শাসক দলের এই অস্বস্তির সুর এবার ফুটে উঠল খোদ কোচবিহার জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের গলাতেও।

সূত্রের খবর, এদিন রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী পরেশ অধিকারীকে সাথে নিয়ে সেই নিশীথ প্রামাণিকের বাড়ি ভেটাগুড়ি এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় সভা করে নাম না করে বর্তমান বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে বিষোদগার করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “দলের মধ্যে একটা বিষধর সাপ ছিল। আমরা সেটাকে বের করে দিয়েছি। তাই আমাদের মধ্যে এখন আর কোনো বিভেদ নেই। সেই সাপ এখন যেখানে গেছে, সেখানে গিয়ে ও বিভেদ শুরু করেছে। ওর পয়সা আছে বলে বিমানের টিকিট কেটে দিল্লি যেতে পারবে। তবে মানুষের আশীর্বাদ নিয়ে পরেশ অধিকারী দিল্লির পার্লামেন্টে যাবেন। তাই এলাকায় শান্তি বজায় রাখতে তৃণমূলকেই ভোট দিন।”

এদিকে তার বিরুদ্ধে জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ সোচ্চার হলেই এদিন তার পাল্টা জবাব দিয়েছেন সদ্য তৃণমূল ত্যাগী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের বর্তমান বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। এদিন তিনি বলেন, “রবীন্দ্রনাথ বাবু এতটাই নির্ভীক যে জেড ক্যাটাগরির নিরাপত্তা না পাওয়া পর্যন্ত ভেটাগুড়ি যাওয়ার সাহস পেতেন না।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন লোকসভা নির্বাচনে এই কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল বনাম বিজেপি লড়াই জমজমাট আকার ধারণ করবে। কেননা সদ্য তৃণমূল ত্যাগী নিশীথ প্রামানিক বিজেপির প্রার্থী হওয়ায় এখানে গেরুয়া শিবির শাসকদলের যে প্রবল চিন্তা বাড়াবে এদিন জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্য থেকেই তা পরিষ্কার হয়ে গেল বলে মত বিশেষজ্ঞ মহলের একাংশের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!