একলাফে অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম,মধ্যবিত্তের হেঁসেলে আগুন-মাথায় হাত জাতীয় August 1, 2018 এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম বাড়ল আবার। প্রায় ২ টাকার মতো ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু বেড়ে হল ৪৯৮.০২ টাকা। আর ভর্তুকিবিহীন গ্যাসের দাম ৩৫ টাকা বেড়ে প্রতি সিলিন্ডারে দাম দাঁড়াল ৭৮৯.০৫ টাকা। ভর্তুকিহীন গ্যামের দামই এখন আকাশছোঁয়া। মাসখানেকের ফারাকে রান্নার গ্যাসের এই মূল্যবৃদ্ধির জেরে মাথায় হাত পড়ল আমজনতার। গত মাসেই ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম দুটাকা বাড়ানো হয়েছিলো আর ভর্তুকিহীন গ্যাসের দাম বাড়ানো হয়েছিল প্রায় সাড়ে ৫৫ টাকা। এর আগেও গত তিন মাসে লাফিয়ে লাফিয়ে বেড়ছে রান্নার গ্যাসের মূল্য। দফায় দফায় এতো মূল্যবৃদ্ধির জেরে নাস্তানাবুদ অবস্থা সাধারণ মানুষের। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। মোদীসরকারের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কম বিক্ষোভ আন্দোলন করেনি আমজনতা। রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দফায় দফায় প্রতিবাদ কর্মসূচি গ্রহন করেছেন। কেন্দ্রীয় সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন লাগাতার। কিন্তু তাতে কাজের কাজ হল কোথায়? সমস্ত প্রতিবাদ, আন্দোলন,ধর্মঘটকে মিথ্যা প্রমান করে ফের বিজেপি সরকার রান্নার গ্যাসের দাম বাড়ালো। এর জেরে নাকানি চোবানি খেতে হচ্ছে মধ্যবিত্তদের। তবে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দাবীতে জানিয়েছে,সাধারণত প্রতিমাসের পয়লা তারিখ থেকে গ্যাসের দাম বাড়ানো হয়। সেইমতো পয়লা আগষ্ট থেকে বাড়ানো হল ভর্তুকিযুক্ত এবং ভর্তুকিবিহীন গ্যাসের দাম। আন্তর্জাতিক বাজারের বর্তমান পরিস্থিতি এবং মার্কিন ডলারের তুলনায় টাকার বিনিয়ম মূল্যের উপর ভিত্তি করেই রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়ার জন্যে দেশেও রান্নার গ্যাসের দাম বাড়ানো হল। এমন তথ্যই জানালো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার আধিকারিকরা। অন্যদিকে,মোদীসরকারের তরফ থেকে জানা যাচ্ছে,ফি-বছর গ্রাহকদের ১৪.২ কেজির ১২ টি ভর্তুকিযুক্ত সিলিন্ডার দেওয়া হয়। এর অতিরিক্ত যাদের গ্যাসের প্রয়োজন হয়,তাঁদের কিনতে হয় বেশি টাকা মূল্যের ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডার। তবে বর্তমানে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে আমজনতা চিন্তিত হলেও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার তরফ থেকে পাওয়া গেছে ইতিবাচক তথ্য। তাঁরা বলছেন,গ্যাসের দাম বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়েই গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো ভর্তুকির পরিমানও বেড়ে গেছে। কাজেই চিন্তার কোনো কারণ নেই। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়ালেও গ্রাহকদের ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা নেই। আপনার মতামত জানান -