এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তৃণমূলের দূর্গে আঘাত করতে মহা পরিকল্পনা নিয়ে তৈরী গেরুয়া শিবির

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তৃণমূলের দূর্গে আঘাত করতে মহা পরিকল্পনা নিয়ে তৈরী গেরুয়া শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 19 এর লোকসভা নির্বাচনে বিজেপি 18 টি সিট পেলেও কলকাতা নিয়ে কিন্তু তাঁদের চিন্তা এখনো বর্তমান। কলকাতাকে কাছে টানতে ইতিমধ্যেই শোভন চট্টোপাধ্যায়কে কলকাতা জোনের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। পাশাপাশি কলকাতার 51 টি আসনে এবার বিশেষ নজর গেরুয়া শিবিরের। আর তাই জানা যাচ্ছে, বিজেপির পক্ষ থেকে তৈরি হচ্ছে কোর কমিটি। শোভন চট্টোপাধ্যায় দায়িত্ব নিয়ে বুথভিত্তিক সংগঠন সাজাতে শুরু করে দিয়েছেন। পাশাপাশি জেলার বিধানসভার আসনগুলি নিয়েও চলছে গেরুয়া শিবিরের পরিকল্পনা।

প্রসঙ্গত জানা যাচ্ছে, বিজেপি কলকাতা এবং দুই 24 পরগনার আংশিক নিয়ে তৈরি করেছে কলকাতা জোন আর তারই পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতার প্রথম মেয়র তথা বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে। প্রথমদিকে নিষ্ক্রিয় থাকলেও শোভন চট্টোপাধ্যায় বর্তমানে রীতিমতো সক্রিয় হয়ে উঠেপড়ে লেগেছেন। কলকাতায় বুথভিত্তিক সংগঠন গড়ে তুলতে চালাচ্ছেন একের পর এক কর্মসূচি। ইতিমধ্যেই তিনি কলকাতাজুড়ে বিভিন্ন জায়গায় রোড শো করছেন। বিধানসভা নির্বাচনের আগে পরিকাঠামোগতভাবে দলকে যোগ্য করে তুলতে বেশকিছু আভ্যন্তরীণ রদবদল করা হচ্ছে গেরুয়া শিবিরে। জানা যাচ্ছে, কলকাতা মন্ডলকে ছটি জেলা কমিটিতে ভাগ করে আট সদস্যের একটি কোর কমিটি তৈরি হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্বাচন সংক্রান্ত যাবতীয় কৌশল এই কোর কমিটির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি এই কোর কমিটিতে থাকতে চলেছেন জেলার সভাপতি, পর্যবেক্ষক এবং তিনজন সাধারণ সম্পাদক। এছাড়াও কমিটিতে রাখা হবে প্রাক্তন জেলা সভাপতিকে। এই কোর কমিটি চূড়ান্ত হলে তাঁদের সাথে বৈঠকে বসবেন বিজেপির কলকাতা জোনের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কোর কমিটির বৈঠকের পরে জেলা কমিটির সঙ্গে বৈঠকে বসবে। এবং জানুয়ারি মাসের মধ্যে প্রায় 14,000 বুথে কমিটি তৈরি করা হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি প্রতিটি বিধানসভা থেকে ফেব্রুয়ারি মাসে হবে রথ যাত্রার আয়োজন।

এরকমই নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে বলে জানা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, রাজ্যের গ্রামাঞ্চলে গেরুয়া শিবির দাপট দেখাতে পারলেও এখনো পর্যন্ত কলকাতা কিংবা শহরের উপকন্ঠগুলিতে বিজেপি সেভাবে দাগ কাটতে পারেনি। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে গেরুয়া শিবির রাজ্যের সমস্ত জায়গায় পৌঁছাতে মরিয়া। আর তাই রীতিমত পরিকল্পনামাফিক কোর কমিটি তৈরি করে আগামী দিনের যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চলেছে গেরুয়া শিবির।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!