এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আবহে বিজেপি নেতার অদ্ভুত কীর্তি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়, সমালোচনা তুঙ্গে

করোনা আবহে বিজেপি নেতার অদ্ভুত কীর্তি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়, সমালোচনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চতুর্দিকে এই মুহূর্তে করোনার ভয়াবহ অবস্থা। বিভিন্ন জায়পগায় অক্সিজেনের অভাব, হাসপাতালের বেডের অভাব, ভ্যাকসিনের অভাব পরিস্থিতি ভয়াবহ করে তুলেছে। দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ প্রায় দিশেহারা করে দিয়েছে দেশবাসীকে। যত দিন যাচ্ছে, একের পর এক মানুষের মৃত্যু ও সংক্রমণ ক্রমাগত আতঙ্ক বাড়িয়ে চলেছে। প্রতিদিনই প্রায় রেকর্ড গড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্যপরিসেবা প্রায় ভেঙে পড়ার মুখে। দেশের চিকিৎসক মহল প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিস্থিতি সামাল দেবার। কিন্তু তারই মধ্যে বেশকিছু অবৈজ্ঞানিক কাণ্ডকারখানা চোখে পড়ছে যা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।

দেশজুড়ে যখন করোনাকে এড়ানোর জন্য বিজ্ঞানসম্মতভাবে ওষুধ, ইনজেকশন দিয়ে মানুষ বাঁচানোর চেষ্টা চালানো হচ্ছে, ঠিক সেসময় অবৈজ্ঞানিকভাবে দেশের বেশ কিছু প্রান্তে করোনার পুজো চলছে, করোনা দূর করতে যজ্ঞ চলছে, গোমূত্র সেবন চলছে, গোবর মাখা চলছে। গত বছর যেমন দেখা গিয়েছিল বেশ কয়েকজন গোমূত্র খেয়ে করোনা এড়াতে তৎপর হয়েছিলেন এ বছরেও গায়ে গোবর মেখে করোনা ঠেকাতে দেখা গিয়েছে কয়েকজনকে। ইতিমধ্যেই সেসব ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আবার করোনা মাতার পুজো করা হচ্ছে। সম্প্রতি উত্তরপ্রদেশের মেরঠে আবার এমন ছবি দেখা গেল যেখানে সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এলাকার বিজেপি নেতা।

উত্তরপ্রদেশের করোনা পরিস্থিতি চূড়ান্ত আশঙ্কাজনক। এই অবস্থায় বিজেপি নেতা গোপাল শর্মা এবং তাঁর অনুগামীরা পাড়ায় পাড়ায় যজ্ঞ করছেন এবং যজ্ঞের ধোঁয়া ছড়াচ্ছেন, শঙ্খ বাজাচ্ছেন, হনুমান চালিশা পাঠ করছেন, জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। অন্যদিকে বিজেপি নেতা গোপাল শর্মা পাল্টা জানিয়েছেন, করোনার প্রকোপ থেকে মুক্তি দেওয়ার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে আবহাওয়া পরিষ্কার হবে, দূষিত বায়ু সরে গিয়ে অক্সিজেনের মাত্রা বাড়বে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর আগে অবশ্য একাধিক বিজেপি নেতা, বিধায়ক, সাংসদকে বিভিন্ন ধরনের অবৈজ্ঞানিক কাজকর্ম করতে দেখা দিয়েছে। সম্প্রতি ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর মন্তব্য করেছিলেন, গোমূত্র পান করলে করোনা হবেনা। যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় দেশজুড়ে। গত বছরেও করোনার সময়ে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘন্টা বাজানো, প্রদীপ জ্বালানোর কর্মসূচি জারি করেছিলেন, ঠিক সেসময় অনেকজনই গো করোনা গো বলে বিকট চিৎকার করেছেন, রাস্তায় ভিড় করেছেন। স্বাভাবিকভাবেই তাই নিয়ে ব্যাপক সমালোচনা চলেছিল।

দেশে করোনার দ্বিতীয় ঢেউ আসলেও পরিস্থিতি যে বিন্দুমাত্র পরিবর্তিত হয়নি, তা আবারও প্রকাশ পেল। অন্যদিকে এই উত্তরপ্রদেশের এই বিজেপি নেতার ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনা শুরু হয়। বিজেপি নেতার এই কার্যকলাপকে ঘিরে বিশেষজ্ঞদের মতে, করোনা নিয়ে এই ভ্রান্ত কার্যকলাপ যত ছড়াবে, ততই মানুষ সাবধানতা কম অবলম্বন করবে। অবিলম্বে এ ধরনের কার্যকলাপ বন্ধ হওয়া উচিত বলে দাবী বিদ্বজনেদের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!