এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে বন্ধ স্কুল! সামনের বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় আসতে পারে বড়সড় বদল? জানুন বিস্তারে

করোনা আবহে বন্ধ স্কুল! সামনের বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় আসতে পারে বড়সড় বদল? জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2020 র ফেব্রুয়ারি মাস থেকে যখন করোনার জন্য সমস্ত স্কুল বন্ধ হয়ে যায়, তখন উচ্চমাধ্যমিক মাঝরাস্তায়। দীর্ঘ টালবাহানার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষের কটি বিষয় করোনার মধ্যেই নতুন করে নেওয়া হয়। এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলও বার হয় করোনার মধ্যেই। এবার নতুন দুশ্চিন্তা দেখা দিয়েছে, সামনের বছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক কবে হবে তা নিয়ে। কারণ স্কুল এখনো খোলেনি, সিলেবাস শেষ হবার কোন প্রশ্নই নেই। তাহলে পরীক্ষা কিভাবে হবে?

লকডাউন ফোরের গাইডলাইন অনুযায়ী নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল শুরু হওয়ার কথা বলে কেন্দ্র। কিন্তু করোনা পরিস্থিতিতে কেন্দ্রের সঙ্গে রাজ্য সহমত হতে পারেনি। তাই যথারীতি স্কুল খুলেনি এবং নবম থেকে দ্বাদশ এর ক্লাসও শুরু হয়নি। এই পরিস্থিতিতে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ বদলে যাবার চরম সম্ভাবনা দেখা দিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই একাধিক আলোচনা করেছে এই নিয়ে বলে জানা গেছে।

আর সেক্ষেত্রে আগামী বছর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়ার কথা প্রথমে ভাবা হয়েছিল। কিন্তু যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2021 সালে, তাঁদের মাত্র আড়াই মাসের ক্লাস হয়েছে। কিন্তু উচ্চ মাধ্যমিক দেবে যারা, তাঁদের এক দিনও ক্লাস হয়নি। তাই সিলেবাস অপরিবর্তিত রেখে পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। আর সেক্ষেত্রে উচ্চমাধ্যমিক পরীক্ষা হতে পারে আগামী বছর জুন মাসে। তবে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কয়েকদিন আগে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় করোনা আক্রান্ত হন। তাই আলোচনা মাঝপথেই থেমে যায়। দু’দিন আগেই পর্ষদ সভাপতির দায়িত্ব নিয়েছেন কার্তিক চন্দ্র মান্না। তিনিও মাধ্যমিক নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি এখনও। অন্যদিকে সর্বভারতীয় বোর্ডগুলো ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে তাঁরা সিলেবাসে কাটছাঁট করবে। কিন্তু বাংলায় পর্ষদ এবং সংসদের তরফ থেকে এরকম কোন পরিকল্পনাও এখনও দেখা যায়নি। এই অবস্থায় স্কুল কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানিয়েছেন, সিলেবাস হয়তো কমানো হতে পারে কিন্তু তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তবে শিক্ষা মহলের একটি অংশের দাবি, পুরনো নিয়ম অনুযায়ী শিক্ষাবর্ষ পিছিয়ে আবার আগের মতন এপ্রিল থেকে মার্চ করা হোক। বিশেষজ্ঞদের মতে, পুরোনো নিয়মে পরীক্ষার সময়ে রদবদল আনা হলে তাতে পড়ুয়াদের সুবিধা হবে। অন্যদিকে স্কুল না খুলে যদি সিলেবাসও না কমানো হয়, তাহলে একপক্ষে পড়ুয়াদের উপর চাপ বাড়বে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে। সেক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কি সিদ্ধান্ত নিতে চলেছে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে, সেদিকেই এখন লক্ষ্য সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!