এখন পড়ছেন
হোম > অন্যান্য > চাকরি > করোনা আবহে বড়সড় সুখবর! এবার ১ লক্ষ স্থায়ী-অস্থায়ী চাকরি দিতে চলেছে এই কোম্পানি! জেনে নিন

করোনা আবহে বড়সড় সুখবর! এবার ১ লক্ষ স্থায়ী-অস্থায়ী চাকরি দিতে চলেছে এই কোম্পানি! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরেই ভারতের ই-কমার্স কোম্পানিগুলো তাঁদের ব্যবসা চালিয়ে আসছে। কিন্তু লকডাউনের সময় থেকে করোনা আবহে অনলাইন ব্যবসায় একটা গতি আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনা পরিস্থিতিতে ঘর থেকে বের না হয়ে ঘরে বসেই যাতে সমস্ত জিনিস হাতের নাগালে পাওয়া যায়, তার জন্য বেশিরভাগ মানুষ নির্ভর করতে শুরু করেছে অনলাইন সাইটগুলির ওপর। খুব স্বাভাবিকভাবেই কোম্পানীগুলির উপর চাপ বেড়েছে। আর সেই চাপ কমাতে এবার ই- কমার্স কোম্পানি অ্যামাজন ঘোষণা করেছে, এক লক্ষ নতুন চাকরির।

লকডাউন পরিস্থিতিতে সাধারণ কাজ হারানো মানুষদের জন্য এ এক অনবদ্য সুযোগ বলে মনে করা হচ্ছে। অ্যামাজন কোম্পানি থেকে জানিয়ে দেওয়া হয়েছে, নতুন যারা নিযুক্ত হবেন তাঁরা স্থায়ী এবং অস্থায়ী- দুই পদেই হবেন। নতুন কর্মচারীরা অর্ডারের প্যাকিং, ডেলিভারি অথবা ছাঁটাইয়ের কাজ করবে বলে জানা গেছে। সামনে আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এবং তারপর একে একে পরপর উৎসব লেগেই থাকবে। এই পরিস্থিতিতে ভিড় বাড়তে চলেছে এবছর ধর্মতলা, গড়িয়াহাটের থেকে বেশি অ্যামাজন, ফ্লিপকার্টে।

সেই সূত্রেই অ্যামাজন কর্পোরেট এবং প্রযুক্তিগত বিভাগে কর্মী নিযুক্ত করতে চাইছে। অন্যদিকে সম্প্রতি সামগ্রী ডেলিভারি সমেত লজিস্টিক সুবিধা উপলব্ধ করানো ইকম এক্সপ্রেস জানিয়ে দিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তাঁরা 30 হাজার লোক নেবে তাঁদের কোম্পানিতে। তবে সেক্ষেত্রে ইকম এক্সপ্রেস জানিয়ে দিয়েছে, তাঁদের কোম্পানিতে অস্থায়ী চাকরি হবে। বর্তমানে অনলাইন অর্ডারের প্রয়োজনীয়তা এত বেশি বেড়ে গেছে, সেই চাপ মেটাতে ইতিমধ্যেই কোম্পানি 7500 নতুন কর্মচারী নিযুক্ত করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তাতেও সামাল দেওয়া যাচ্ছেনা। তাই এবার 30000 কর্মচারী নিযুক্ত করতে চলেছে ইকম এক্সপ্রেস। এ প্রসঙ্গে ইকম এক্সপ্রেসের বরিষ্ঠ আধিকারিক সৌরভ দীপ সিংলা জানিয়েছেন, করোনা মহামারীর কারণে ই-কমার্স এর উপর এতটাই ভরসা বেড়েছে মানুষের, আর সে জায়গায় উৎসবের মরসুমে গ্রাহককে আরও বেশি কেনাকাটায় উদ্যোগী করে তুলতে কোম্পানিকে সুনিশ্চিত করতে হবে গ্রাহকদের দাবি অনুযায়ী সময়মতো পূরণ করার ব্যাপারে। আর সেই সূত্রেই কোম্পানিতে লোক নিযুক্ত করা হবে।

ইকম এক্সপ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 2 অক্টোবর পর্যন্ত নতুন নিযুক্তি চলবে কোম্পানিতে। বিশেষজ্ঞদের মতে, উৎসবের মরসুম আসলেও কোথাও যেন তাল কেটে গেছে এবছর। সাধারণ মানুষ প্রয়োজনে ঘর থেকে বের হলেও অন্য কোন কারণে বাইরে বেরোতে রাজি নয়। সাধ্যের মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের প্রয়োজন মেটাতে ই কমার্স সাইট অবশ্যই বেশি ব্যবহৃত হচ্ছে বর্তমানে। কিন্তু উৎসবের কেনাকাটার জন্য কতটা কে এগিয়ে আসবেন, তা এখনই বলা যাচ্ছেনা। তবে পুজোর মরসুমে যেভাবে ই-কমার্স কোম্পানিগুলি লোক নিতে চলেছে, তা যথেষ্ট খুশি জাগাচ্ছে বেকার মহলে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!