এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আবহে বড়সড় সুখবর! আগামী ৩ মাসেই খুলে যাচ্ছে ১০ হাজার কেন্দ্রীয় সরকারি চাকরির দরজা!

করোনা আবহে বড়সড় সুখবর! আগামী ৩ মাসেই খুলে যাচ্ছে ১০ হাজার কেন্দ্রীয় সরকারি চাকরির দরজা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমণ কালে যখন দেশের অর্থনীতিতে প্রবল ধস নেমেছে, বহু মানুষ যখন কর্মচ্যুত হয়েছেন ঠিক সেই আবহে প্রায় ১০ হাজার কেন্দ্রীয় সরকারি চাকরির খবর নিয়ে এলো কেন্দ্রীয় ইএসআই নিগম। ইএসআই নিগমের সাম্প্রতিক বোর্ড মিটিংয়ে এই নিয়োগের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হলো। ইএসআই নিগমের চেয়ারম্যান ও সেইসঙ্গে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষকুমার গঙ্গওয়ার স্বয়ং এই নিগমের শূন্যপদ পূরণের ব্যাপারে বিশেষ বক্তব্য রেখেছেন। আর তাঁর এই প্রস্তাবকে অকুন্ঠ সম্মতি জানান বৈঠকে উপস্থিত নিগমের কর্মকর্তারা। অল্পদিনের মধ্যেই এই নিয়োগের বিষয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে।

ইএসআই নিগম তরফ থেকে জানানো হয়েছে মোট ১০ হাজার নন-মেডিকেল পদের মধ্যে ৯০০০ পদে আবশ্যক নিয়োগ করা প্রয়োজোন। কারণ গত ৩১ সে মার্চ থেকে শুন্য রয়েছে এই পদগুলি। সেসময় এই শুন্য পদের মোট সংখ্যা ছিল ৯০০০। সম্প্রতি এই সংখ্যা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই সঙ্গে শ্রমমন্ত্রী সন্তোষকুমার গঙ্গওয়ার জানিয়েছেন, ইতিমধ্যেই এই নিগমের বেশ কিছু কর্মীর অবসরের ফলে আরো বৃদ্ধি পদে এই শুন্য পদের সংখ্যা। তাই এই সমস্ত শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্পত্তি দেশের বিভিন্ন ইএসআই হাসপাতাল চিকিৎসক ও নানা ধরনের প্যারামেডিকেল স্টাফ নিয়োগের নির্দেশও দিয়েছেন শ্রমমন্ত্রী সন্তোষকুমার গঙ্গওয়ার। তবে সাম্প্রতিক করোনা পরিস্থিতির কারণে পরীক্ষার নিয়োগ পরীক্ষা নিয়ে কিছুটা সমস্যার সম্মুখীন নিগম। কারণ দেশজুড়ে করোনা সংক্রমনের কারণে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এই কারণেই এই সময়ের মধ্যে এতজন পরীক্ষার্থীর পক্ষে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়া প্রায় অসম্ভব। একারণেই অনলাইন পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ করা যায় কিনা সে ব্যাপারে চিন্তাভাবনা চলছে নিগমের কর্মকর্তাদের মধ্যে।

প্রসঙ্গত ইএসআই নিগমের কর্মী নিয়োগ ও নিগম পরিচালনার জন্য গত বছরে একটি স্থায়ী স্ট্যান্ডার্ড অপারেটিং কমিটি তৈরি করা হয়েছিল। কিন্তু নিগমের শ্রমিক নেতারা অভিযোগ করেছেন যে, বছরখানেক আগে এই কমিটি তৈরি করা হলেও এই কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে কোন মিটিং এর আয়োজন করা হয় নি। সম্প্রতি নিগমের বোর্ড মিটিংয়ে এই প্রসঙ্গও উত্থাপিত হয়েছে। তাই এই নিয়োগের ব্যাপারে ন্যাশনাল রিক্রুটমেন্ট বোর্ড কোন ভূমিকা গ্রহণ করবে কিনা সে ব্যাপারটা এখনও পরিষ্কার নয়।

শ্রমমন্ত্রী সন্তোষকুমার গঙ্গওয়ার জানিয়েছেন আগামী তিন মাসের মধ্যে যে কোন ভাবেই এই নিয়োগ প্রক্রিয়া আয়োজিত করে দ্রুত এই ১০০০০ পদে নিয়োগ করতে হবে। এ ব্যাপারে চূড়ান্ত প্রস্তুতিও শুরু করে দেওয়া হয়েছে নিগমের পক্ষ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!