এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে দর্শকশূন্য, সংক্ষিপ্ত, অনাড়ম্বর স্বাধীনতা দিবসের সাক্ষী রইল রাজ্য

করোনা আবহে দর্শকশূন্য, সংক্ষিপ্ত, অনাড়ম্বর স্বাধীনতা দিবসের সাক্ষী রইল রাজ্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহে মাত্র ৩০ মিনিট সময় ধরে, দর্শকশূন্য ও অনাড়ম্বরভাবে আয়োজন করা হলো স্বাধীনতা দিবসের। আজ রেড রোডে একান্ত আড়ম্বরহীন ভাবে অনুষ্ঠানের আয়োজন করা হলো। অনুষ্ঠানে দর্শকের উপস্থিতি ছিল না। জাতীয় পতাকা উত্তোলনের পর গার্ড অফ অনার দেয়া হলো মুখ্যমন্ত্রীকে কলকাতা পুলিশের পক্ষ থেকে।

প্রথমে মাত্র ১৫ মিনিটে স্বাধীনতা দিবসের আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। পরে তা বাড়িয়ে ৩০ মিনিট করা হয়েছে। সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার প্রমুখরা। অনুষ্ঠানে লক্ষীর ভান্ডার, খেলা হবে, দুয়ারে সরকার, দুয়ারে রেশন, পাড়ায় সমাধান সহ রাজ্য সরকারের নটি ট্যাবলো দেখা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, আজ ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাড়ে সাত হাজার বর্গফুটের জাতীয় পতাকা উত্তোলন করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। এরপর বক্তব্য রাখেন রাজ্যপাল। রাজ্যপাল জানিয়েছেন, মানবাধিকার যেখানে নেই, সেখানে প্রকৃত স্বাধীনতা থাকতে পারে না। সন্ত্রাস যেকোন ক্ষেত্রে স্বাধীনতার মূল ভাবনাকে বিঘ্নিত করে দেয়। মানবাধিকার লঙ্ঘিত না হলে স্বাধীনতা সর্বাত্মক ও সার্থক হয়। সন্ত্রাস দেশকে পিছিয়ে দেয়, সমাজকে পিছিয়ে দেয়। মানবাধিকার হলো আধুনিক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। মানবাধিকার যদি লংঘন করা হয়, তবে স্বাধীনতা অর্থহীন হয়ে পড়ে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!