এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা আবহে কেমন পরিস্থিতিতে রয়েছে আপনার পছন্দের ধারাবাহিকগুলো? আসুন জেনে নিন।

করোনা আবহে কেমন পরিস্থিতিতে রয়েছে আপনার পছন্দের ধারাবাহিকগুলো? আসুন জেনে নিন।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- সন্ধ্যে হলেই চায়ের কাপ হাতে নিয়ে টিভির পর্দার সামনে বসে পড়েন বাড়ির মা কাকিমারা। সারাদিনের খাটাখাটনির পর ওইটুকুনি শুধুমাত্র ভালো লাগার জায়গা। টিভির পর্দায় পছন্দের ডেইলি সোপে ডুব দিতে তাই সব কাজ ফেলে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন মানুষ। প্রিয় চ্যানেলের টেলিকাস্ট সোয়ের অপেক্ষায় দিন গুজরান হয়। তবেদর্শকদের নিরাস করেননা চ্যানেল কর্তৃপক্ষ দর্শক টানতে তাই তারাও হাজির করেন নিত্য নতুন স্বাদের ধারাবাহিক তবে সম্প্রতি আপনার পছন্দের সিরিয়ালের কে কোন জায়গায় রয়েছে সে কথা না জানলে আসুন জেনে নিন।

কিছুদিন আগেই জি বাংলা সিরিয়ালের “কৃষ্ণকলি” ধারাবাহিকের অভিনেতার করোনা আক্রান্ত হবার খবর পাওয়া গিয়েছিল। তবে সে কারণে কিন্তু শুটিং বন্ধ করেননি চ্যানেল কর্তৃপক্ষ। তাই দুই মুখ্য চরিত্র নীল ভট্টাচার্য এবং বিভান ঘোষ করোনা আক্রান্ত হওয়ার পরও প্রস্থেটিক মেকআপে ‘অশোক’-এর ‘নিখিল’-এর রূপান্তর চমকে দিয়েছে সকলকে। সেইসঙ্গে ধারাবাহিকে শ্যামা ও আম্রপালির অদলবদলের একের পর এক ঘটনায় জি বাংলার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকটি সম্প্রতি টিআরপির দিক থেকে সর্ব প্রথম স্থানে রয়েছে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার ‘মোহর’ ধারাবাহিক। ধারাবাহিকের মুখ্য চরিত্র মোহরের প্রেমপর্ব এতদিনে উপভোগ করতে পারছেন দর্শকরা। প্রিয় সঙ্খ স্যারের সঙ্গে এত ঝগড়া ঝামেলার পর অবশেষে তারা দুজন যে এক হতে পেরেছে সেই দিক থেকে ‘মোহর’ ধারাবাহিক রয়েছে টিআরপির দ্বিতীয় স্থানে। আর তৃতীয় স্থানে দেখা যাচ্ছে জি বাংলা চ্যানেলের ধারাবাহিক অন্যতম জনপ্রিয় ‘রানী রাসমণি’কে। তবে এখানেই শেষ নয় নতুন কিছু দেখার আশায় স্টার জলসা বা জি বাংলার নতুন ধারাবাহিক ‘খড়কুটো’ ও ‘যমুনা ঢাকি’ বেশ জনপ্রিয় হয়েছে বলেই মনে করা হচ্ছে। বর্তমানে জয়েন ফ্যামিলি প্রায় নেই বললেই চলে। তাই ‘খড়কুটো’ ধারাবাহিকের একান্নবর্তী পরিবারের ভাব-ভালোবাসা, খুনসুটি মানুষ বেশ ভালোরকম উপভোগ করছেন বলে মনে করছেন অনেকে।

সেইসঙ্গে একটু অন্য ধরনের ধারাবাহিক ‘যমুনা ঢাকি’ও ভালো সাড়া ফেলেছে দর্শকদের মনে। এছাড়া এদের সঙ্গে প্রতিযোগিতায় নাম লিখিয়েছে ‘সাঁঝের বাতি’। টিআরপির দিক থেকে এই ধারাবাহিকটি সপ্তম স্থানে আছে। তবে টিআরপির দিক থেকে যথেষ্ট পিছিয়ে পড়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’। জানা গেছে টিআরপির দিক থেকে এটি এখন অষ্টম স্থানে রয়েছে।

এছাড়া বাংলার প্রথম মহিলা চিকিৎসকের বায়োপিক অনুষ্ঠিত ‘কাদম্বিনী’ ধারাবাহিক দুটিই টিআরপির দিক থেকে পিছিয়ে রয়েছে বলে জানা গেছে। তার কারণ হিসেবে অবশ্যই জি বাংলা এবং স্টার জলসা সিরিয়ালের একই ধারাবাহিক হওয়ার করণকেই অনেকে দায়ী করেছেন। তবে এক্ষেত্রে যে টিআরপিতে অনেকটা পরিবর্তন হবে সে কথা অবশ্য আগেই অনুমান করেছিলেন দর্শকেরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!