এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা >  করোনা আবহে দিলীপ-গড়েই বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির! বিজেপি ছেড়ে শয়ে-শয়ে কর্মী তৃণমূলে!

 করোনা আবহে দিলীপ-গড়েই বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির! বিজেপি ছেড়ে শয়ে-শয়ে কর্মী তৃণমূলে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –করোনা ভাইরাসের মত সংকটকালে এখন সমস্ত রাজনৈতিক দলের কর্মসূচি বন্ধ রয়েছে। তবে বিভিন্ন জায়গায় ছোটো ছোটো কর্মসূচির মধ্য দিয়ে দলকে চাঙ্গা করার চেষ্টা করছে প্রতিটি রাজনৈতিক দল। 2021 এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন বিজেপি বিভিন্ন জায়গায় তৃণমূল ভাঙিয়ে নিজেদের দলে নেতাকর্মীদের যোগদান করানোর চেষ্টা করছে।

কিন্তু এবার বিজেপিকে চাপে রেখে এবং দিলীপ ঘোষের অস্বস্তি বাড়িয়ে দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় বড়সড় ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। যেখানে বিজেপি থেকে প্রায় ব্যাপক কর্মী-সমর্থক যোগ দিলেন শাসকদলে। সূত্রের খবর, এদিন বেশকিছু বিজেপি এবং সিপিএম কর্মী দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। যাদের হাতে দলের পতাকা তুলে দেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের শক্ত ঘাঁটি বলে পরিচিত পশ্চিম মেদিনীপুর জেলায় যেভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান প্রক্রিয়া অনুষ্ঠিত হল, তাতে গেরুয়া শিবির এবং দিলীপ ঘোষ যে এখানে প্রবল চাপে পড়ল, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল। একাংশের মতে, এখন বিজেপি মরণপণ চেষ্টা করছে, তৃণমূলের ঘর ভাঙতে। কিন্তু সম্প্রতি একুশে জুলাইয়ের সভা থেকে যারা বিরোধী দলে চলে গেছেন, তারা যাতে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন, তার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

স্বাভাবিকভাবেই তৃণমূল নেত্রীর বার্তার পরেই এবার যেভাবে পশ্চিম মেদিনীপুর জেলায় বিজেপিতে ভাঙ্গন ঘটল, তাতে ব্যাপকভাবে উজ্জীবিত ঘাসফুল শিবির। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, কখনও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান, আবার কখনও বা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান এখন নজর কাড়ার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলার রাজনৈতিক মহলে।

সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগে দুই দল যোগদানের দিক থেকে দুই দলকে টেক্কা দিতে চাইছে। তবে শেষ পর্যন্ত ভোটবাক্সে এর কতটা প্রভাব পড়ে, যত কর্মী যোগদান করছে, সেই সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো নিজেদের পক্ষে তা নিতে পারে কিনা, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!