এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > করোনা আবহে এবারে কিভাবে পালিত হবে ২১ সে জুলাই? দেখে নিন বিস্তারিত অনুষ্ঠানসূচি

করোনা আবহে এবারে কিভাবে পালিত হবে ২১ সে জুলাই? দেখে নিন বিস্তারিত অনুষ্ঠানসূচি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ১৯৯৩ সালের ২১ সে জুলাই তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাইটার্স বিল্ডিং অভিযানে গিয়েছিল যুব কংগ্রেস দল। এ সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় ১৩ জন দলীয় কর্মীর, আহত হন বহু মানুষ। এরপর থেকে এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয় তৃণমূলের পক্ষ থেকে। ২০১১ সাল থেকে প্রতি বছর ঘটা করে এই দিনটি পালন করে থাকে তৃণমূল। তবে, করোনা সংক্রমণের কারণে এ বছর ভার্চুয়াল ভাবে পালন করা হবে দিকটিকে। গত বছরও এই দিন পালন করা হয়েছিল ভার্চুয়াল ভাবে।

বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব জয়লাভের পর এবছর ঘটা করে পালন করা হবে একুশে জুলাই, এমন একটা সম্ভাবনা ছিল। কিন্তু করোনা সংক্রমণ থাকার কারণে সেই সিদ্ধান্ত থেকে পিছু হটেছে রাজ্যের শাসক দল তৃণমূল। এবারও ভার্চুয়াল ভাবে পালন করা হবে ২১ সে জুলাই। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল ভাবে। জায়ান্ট স্ক্রিনে যেমন মুখ্যমন্ত্রীর বক্তব্য দেখানো হবে। তেমনি ফেসবুক, ইউটিউব, তৃণমূলের সমস্ত অফিশিয়াল ফেসবুক পেজে মুখ্যমন্ত্রীর ভাষণ দেখানো হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবছর একুশে জুলাই এর অনুষ্ঠান সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ট্যুইট করে জানিয়েছেন যে, বাংলার মানুষের আশীর্বাদে তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছেন তাঁরা। তিনি তাঁর মা, ভাই, বোনদের জন্য শহীদ দিবসে বক্তব্য রাখবেন সেদিন দুপুর দুটোর সময়। তবে, প্রকাশ্য সমাবেশ করবেন না। ভার্চুয়াল ভাবে বক্তব্য রাখবেন। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপর একটি টুইটে তিনি জানিয়েছেন, ১৯৯৩ সালে রাজনৈতিক বর্বরতার কারণে প্রাণ হারিয়েছিলেন যারা, একুশে জুলাই তাঁদেরকে স্মরণ করার দিন। প্রতিবছর তাঁদের এই মহৎ বলিদানকে স্মরণ করেন তাঁরা।

এবার একুশে জুলাই এর দিনে বেলা সাড়ে এগারোটার সময় একুশের স্মারকে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন তৃণমূলের শীর্ষ নেতারা। এসময় শহীদ বেদীতে মাল্যদান করবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব। সেদিন বেলা বারোটার সময় সমস্ত  ব্লকে দলের পতাকা উত্তোলন করা হবে। বেলা একটার সময় সমস্ত বিধানসভা কেন্দ্রে তৃণমূল বিধায়কেরা বক্তব্য রাখবেন। বিধায়কদের বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে।

এরপর বেলা দুটোর সময় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য দেখানো হবে জায়েন্ট স্ক্রিনে। এর সঙ্গে সঙ্গেই তা ফেসবুক, ইউটিউব, তৃণমূলের সমস্ত অফিশিয়াল ফেসবুক পেজে দেখানো হবে। অন্যদিকে, এবার পশ্চিমবঙ্গের বাহিরেও একুশে জুলাই এর অনুষ্ঠান করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। উত্তরপ্রদেশ, ত্রিপুরা, দিল্লি, আসামে পালিত হবে একুশে জুলাই। এই রাজ্যগুলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ সম্প্রচার করা হবে জায়েন্ট স্ক্রিনে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!